বন্যার কারণে ওসমানীনগর ও জগন্নাথপুর উপজেলায় ভোট স্থগিত

বন্যার কারণে সিলেটের ওসমানীনগর ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 June 2022, 04:57 PM
Updated : 26 June 2022, 04:57 PM

২৭ জুলাই এ দুই উপজেলায় সাধারণ নির্বাচন হওয়ার কথা ছিল।

তবে ঘোষিত তফসিল অনুযায়ী এদিন দোহার, পাঁচবিবি ও ক্ষেতলাল পৌরসভা ও ২৫টি ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচন এবং শৈলকূপা উপজেলার চেয়ারম্যান পদে উপনির্বাচন হবে।

তফসিল অনুযায়ী, এসব এলাকায় রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমার শেষ সময় ২৮ জুন, মনোনয়নপত্র বাছাই ৩০ জুন, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ৭ জুলাই এবং ভোট ২৭ জুলাই।

কমিশনের সিদ্ধান্তের বিষয়ে ইসির উপ সচিব (নির্বাচন পরিচালনা) মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়, বন্যা কবলিত জগন্নাথপুর ও ওসমানীনগর উপজেলার ভোট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।

এদিকে শৈলকূপা উপজেলা এবং তিন পৌরসভা ও ২৫ ইউপির নির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগ।

রোববার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণভবনে দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এই প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়।