পুরান ঢাকায় ভবনে বিস্ফোরণে দগ্ধ ৪

ঢাকার বংশালে দুটি ভবনের মাঝের অংশে বিস্ফোরণে আগুন লেগে চারজন দগ্ধ হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 June 2022, 04:49 AM
Updated : 25 June 2022, 05:36 AM

শনিবার ভোর চারটার দিকে বংশালের ৫৬ নম্বর আগাসাদেক রোডে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

দগ্ধ মো. ইসরাফিল (৬২), সালমা বেগম (৫০), শাহজাদী আক্তার (৩৫) ও ইমরান হোসেনকে (২৮) উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

চিকিৎসকদের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, “তাদের শরীরের ১৫ থেকে ৫০ শতাংশ পর্যন্ত দগ্ধ হয়েছে। ‘গ্যাসের ছিদ্র থেকে’ বিস্ফোরণ হয় বলে জানান দগ্ধ ইসরাফিলের ভাতিজা মো. তারেক।”

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এরশাদ হোসেইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চার ও পাঁচতলা দুটি ভবনের মাঝে বিস্ফোরণ হলে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বিস্ফোরণে ভবনের তিনটি দেয়াল আংশিক ধসে পড়ে। তদন্তের পর বিস্ফোরণের কারণ জানা যাবে বলে জানান তিনি।