পদ্মা সেতু উদ্বোধনের দিনে বুয়েটে ক্লাস বন্ধ
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Jun 2022 10:18 PM BdST Updated: 23 Jun 2022 10:18 PM BdST
-
ছবি: মোস্তাফিজুর রহমান
শিক্ষার্থীদের আবেদনে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান দেখার সুযোগ করে দিতে ২৫ জুন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পাঠদান কার্যক্রম থাকছে।
বৃহস্পতিবার বুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক মো. ফোরকান উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, “২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান শিক্ষার্থীদের দেখার সুযোগ করে দিতে সেদিন বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ থাকবে।”
৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণ প্রকৌশলের দিক থেকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। এই
সেতু প্রকল্পের বিশেষজ্ঞ প্যানেলের চেয়ারম্যান বুয়েটের সাবেক অধ্যাপক শামীম জেড বসুনিয়া।
শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে শনিবার ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান বুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক মিজানুর রহমান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “১৮ জুন শিক্ষার্থীদের পক্ষ থেকে পদ্মা সেতু উদ্বোধনের দিন সব ক্লাস বন্ধ রাখার আবেদন করা হয়৷ এর পরিপ্রেক্ষিতে শুধু শনিবার সব ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
অধ্যাপক মিজানুর বলেন, “শিক্ষার্থীদের উদ্বোধনী অনুষ্ঠান দেখানোর জন্য বুয়েট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেই৷ শিক্ষার্থীরা জানিয়েছেন, তারা টেলিভিশনেই উদ্বোধনী অনুষ্ঠান দেখতে চান৷ শিক্ষার্থীদের কেউ পদ্মা সেতু এলাকায় সরাসরি যেতে চাইলে ব্যক্তিগতভাবে যেতে হবে৷”
বুয়েটে বৃহস্পতিবার ও শুক্রবার সাপ্তাহিক বন্ধ। শনিবার থেকে বুধবার পর্যন্ত একাডেমিক কাজ চলে।
-
প্রথম দিন পদ্মা সেতু পার হয়েছে ৫১ হাজার যানবাহন
-
পদ্মা সেতু: জাজিরায় যানজটের মধ্যেই ৭ মিনিটের বিদ্যুত বিভ্রাট
-
পদ্মা সেতুতে প্রথম দিনে বাইকের ঢল
-
জবির সাত শিক্ষার্থী কারাগারে
-
পদ্মা সেতুর নাটবল্টু খুলে ‘টিকটক’: সেই যুবক গ্রেপ্তার
-
প্রথম আট ঘণ্টায় ১৫ হাজার গাড়ি পদ্মা সেতু পার
-
সেতুতে আড্ডা-সেলফি, হাঁটার সুযোগও নিলেন অনেকে
-
জাহাঙ্গীরের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
সর্বাধিক পঠিত
- প্রথম টোল দিয়ে বাইক নিয়ে পদ্মা সেতু পার হলেন যিনি
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- পদ্মা সেতুর নাটবল্টু খুলে ‘টিকটক’: সেই যুবক গ্রেপ্তার
- পদ্মা সেতুতে বাইক দুর্ঘটনায় ঝরল দুই প্রাণ
- পদ্মা সেতুতে মোটর বাইক ওঠা নিষিদ্ধ হল
- ‘প্রধানমন্ত্রীর পর আমিই প্রথম, অনুভূতিটা অন্যরকম’
- ‘মাদারীপুর এত কাছে!’
- পদ্মা সেতু খুলেছে, ‘হাত নেড়ে কুল পাচ্ছে না’ ঢাকার ট্রাফিক পুলিশ
- ধানের শীষ নিয়ে জেতা সুলতান মনসুরের কাছে বিএনপি এখন ‘নো পার্টি’