পদ্মা সেতু উদ্বোধনের দিনে বুয়েটে ক্লাস বন্ধ

শিক্ষার্থীদের আবেদনে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান দেখার সুযোগ করে দিতে ২৫ জুন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পাঠদান কার্যক্রম থাকছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 June 2022, 04:18 PM
Updated : 23 June 2022, 04:18 PM

বৃহস্পতিবার বুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক মো. ফোরকান উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, “২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান শিক্ষার্থীদের দেখার সুযোগ করে দিতে সেদিন বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ থাকবে।”

৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণ প্রকৌশলের দিক থেকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। এই

সেতু প্রকল্পের বিশেষজ্ঞ প্যানেলের চেয়ারম্যান বুয়েটের সাবেক অধ্যাপক শামীম জেড বসুনিয়া।

শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে শনিবার ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান বুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক মিজানুর রহমান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “১৮ জুন শিক্ষার্থীদের পক্ষ থেকে পদ্মা সেতু উদ্বোধনের দিন সব ক্লাস বন্ধ রাখার আবেদন করা হয়৷ এর পরিপ্রেক্ষিতে শুধু শনিবার সব ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

অধ্যাপক মিজানুর বলেন, “শিক্ষার্থীদের উদ্বোধনী অনুষ্ঠান দেখানোর জন্য বুয়েট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেই৷ শিক্ষার্থীরা জানিয়েছেন, তারা টেলিভিশনেই উদ্বোধনী অনুষ্ঠান দেখতে চান৷ শিক্ষার্থীদের কেউ পদ্মা সেতু এলাকায় সরাসরি যেতে চাইলে ব্যক্তিগতভাবে যেতে হবে৷”

বুয়েটে বৃহস্পতিবার ও শুক্রবার সাপ্তাহিক বন্ধ। শনিবার থেকে বুধবার পর্যন্ত একাডেমিক কাজ চলে।