‘আত্মসাৎ’: ওয়াসার এমডির বিরুদ্ধে মামলার আবেদন ফেরত
আদালত প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Jun 2022 06:48 PM BdST Updated: 23 Jun 2022 06:48 PM BdST
-
ফাইল ছবি
কর্মচারীদের সমবায় সমিতির ১৩২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খানসহ নয় জনের বিরুদ্ধে মামলার যে আবেদন হয়েছিল, তা ফিরিয়ে দিয়েছে আদালতে।
ঢাকা ওয়াসা কর্মচারী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সম্পাদক মো. শাহাব উদ্দিন সরকার বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির হয়ে ওই নয়জনের বিরুদ্ধে অভিযোগ করেন।
মহানগর হাকিম আশেক ইমাম বাদীর জবানবন্দি শুনে পরে সিদ্ধান্ত দেন বলে বাদীপক্ষের আইনজীবী মো. মুনজুর আলম জানান।
আদেশে বলা হয়, “অপরাধসরকারি সম্পদ সম্পর্কিত হলে, অথবা সরকারি কর্মচারী কর্তৃক দাপ্তরিক দায়িত্ব পালনকালে সংঘটিত হলে, ওই বিষয়ে মামলা রুজু করার এবং তদন্ত করার এখতিয়ার শুধুমাত্র দুর্নীতি দমন কমিশনের। এ অবস্থায় এই নালিশি দরখাস্তে আনা অপরাধের অভিযোগ আমলে নেওয়ার বা তদন্তের নির্দেশ দেওয়ার এতিয়ার না থাকায় নালিশকারীকে মামলর কপি ফেরত প্রদান করা হোক।”
তাকসিম ছাড়াও ঢাকা ওয়াসার প্রকৌশলী শারমিন হক আমীর, সাবেক রাজস্ব পরিদর্শক মিঞা মো. মিজানুর রহমান, প্রকৌশলী মো. আখতারুজ্জামান, রাজস্ব পরিদর্শক মো. জাকির হোসেন, প্রকৌশলী মো. বদরুল আলম, জনতা ব্যাংকের সাবেক ডিজিএম শ্যামল বিশ্বাস, উপসচিব শেখ এনায়েত উল্লাহ ও উপ প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা মো. সালেকুর রহমানকে আসামি করা হয়েছিল মামলার আর্জিতে।
সেখানে অভিযোগ করা হয়, ঢাকা ওয়াসা কর্মচারী বহুমুখী সমবায় সমিতি ২০১৭ সালের ১৬ জুলাই থেকে ২০১৮ সালের ৩০ জুন পর্যন্ত সময়ে ঢাকা ওয়াসা থেকে রাজস্ব আদায় কাজ বাবদ ৯৯ কোটি ৬৫ লাখ ১৯ হাজার ১৭৩ টাকা পায়। আর ২০১৮ সাল থেকে ২০১৯ অর্থবছরে এ কাজ থেকে সমিতি আয় করে ৩৪ কোটি ১৮ লাখ ৫৭ হাজার ৭৯০ টাকা।
এর মধ্যে ২০১৭ থেকে ২০১৮ অর্থবছরে সমিতির হিসাবে জমা হয় ১ কোটি ৭৯ লাখ ৫৯ হাজার ৫০৩ টাকা। বাকি ১৩২ কোটি ৪ লাখ ১৭ হাজার ৪৬০ টাকা ছয়টি ব্যাংক থেকে বিভিন্ন চেকের মাধ্যমে আসামিরা ‘আত্মসাৎ’ করেছেন এবং সমবায় অধিদপ্তরের অডিট রিপোর্টেও তা ‘প্রমাণিত’ হয়েছে বলে দাবি করা হয় আর্জিতে।
এছাড়া আসামিরা সমিতির গাড়ীসহ স্থাবর ও অস্থাবর সম্পত্তি সমিতির হেফাজত থেকে স্থানান্তর করে প্রায় ২০০ কোটি টাকার সম্পদ ‘চুরি করেছেন’ বলে আর্জিতে অভিযোগ করা হয়।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে তাকসিম এ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মামলার বিষয়টি আমার জানা নাই। আর ঢাকা ওয়াসার কর্মচারী বহুমুখী সমবায় সমিতির সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই।”
তাকসিম এ খান ২০০৯ সাল থেকে ঢাকা ওয়াসার এমডি পদে রয়েছেন। প্রথম নিয়োগের পর থেকে মোট ছয়বার তার মেয়াদ বাড়ানো হয়েছে।
কর্মচারী সমিতির টাকা ‘আত্মসাৎ’: ওয়াসার এমডির বিরুদ্ধে মামলার আবেদন
-
পদ্মা সেতুর নাট শুধু হাত দিয়ে খোলার কথা নয়: সিআইডি
-
বনশ্রীতে আগুনে পুড়ল জুতার কারখানা
-
পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা দরকার: হাই কোর্ট
-
কোভিডে আক্রান্ত সুপ্রিম কোর্টের ১২ বিচারক: প্রধান বিচারপতি
-
হজে গিয়ে ভিক্ষা, বাংলাদেশি গ্রেপ্তার
-
প্রথম দিন পদ্মা সেতু পার হয়েছে ৫১ হাজার যানবাহন
-
পদ্মা সেতু: জাজিরায় যানজটের মধ্যেই ৭ মিনিটের বিদ্যুত বিভ্রাট
-
পদ্মা সেতুতে প্রথম দিনে বাইকের ঢল
সর্বাধিক পঠিত
- পদ্মা সেতুতে দুর্ঘটনা এবং পুলিশের ছিটমহলের গল্প
- পদ্মা সেতুর নাটবল্টু খুলে ‘টিকটক’: সেই যুবক গ্রেপ্তার
- হজে গিয়ে ভিক্ষা, বাংলাদেশি গ্রেপ্তার
- পদ্মা সেতুতে বাইক দুর্ঘটনায় ঝরল দুই প্রাণ
- পদ্মা সেতুতে মোটর বাইক ওঠা নিষিদ্ধ হল
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- ধানের শীষ নিয়ে জেতা সুলতান মনসুরের কাছে বিএনপি এখন ‘নো পার্টি’
- ‘বাঁশের সাঁকোতে উঠে পদ্মা সেতু নিয়ে ব্যঙ্গ’, ২ যুবককে পিটুনি
- পদ্মা সেতুতে উঠবেন কি না, ‘ভয়ে’ বিএনপির হারুন