শিল্পকলায় বঙ্গবন্ধু স্বরূপেই আবির্ভূত: মনজুরুল
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Jun 2022 10:56 PM BdST Updated: 22 Jun 2022 10:56 PM BdST
সপরিবারে হত্যার মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করা হলেও বাংলাদেশের শিল্পকলায় তিনি স্বরূপেই আবির্ভূত বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম।
তিনি বলেছেন, “বাংলাদেশের শিল্পকলায় বঙ্গবন্ধু স্বরূপেই আবির্ভূত, যদিও কোনো কোনো শিল্পী তার রূপায়নে প্রতীক-ইঙ্গিত-রূপকের সাহায্য নিয়েছেন।”
বুধবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাস রুমে বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড লিবার্টি আয়োজিত ‘বাংলাদেশের শিল্পকলায় বঙ্গবন্ধু’ শীর্ষক বক্তৃতা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর বঙ্গবন্ধুকে যখন ইতিহাস থেকে নির্বাসন দেওয়ার একটা রাষ্ট্রীয় প্রয়াস শুরু হয়ে যায়, তখন কিছুদিনের জন্য তার প্রতিকৃতি আঁকায় ছেদ পড়ল। তবে তখনও কোনো কোনো শিল্পী তার ছবি এঁকে গেছেন।
“আবার যখন বঙ্গবন্ধু আপন মহিমায় বাঙ্গালির জীবনে ফিরে এলেন, তখন তার প্রতিকৃতি আঁকার বা ভাস্কর্য গড়ার চর্চা বেশ প্রবল হয়ে দাঁড়াল। অর্থাৎ একটা সময় শিল্পকলায় বঙ্গবন্ধুর উপস্থিতি ছিল অনিয়মিত, অনেকটাই যেন আড়ালে। তারপরও পরম্পরাটা ব্যাহত হয়নি। এই পরম্পরার বিষয়টি প্রমাণ করে বঙ্গবন্ধুকে ভুলে যাওয়ার যে উদ্যোগ ১৯৭৫ সালের পর নেওয়া হয়েছিল, তা ছিল কতটা অর্বাচীন।”
বঙ্গবন্ধুকে নিয়ে বিভিন্ন সময়ের শিল্পকর্ম উদ্ধার করে সংকলনের গুরুত্বারোপ করে সৈয়দ মনজুরুল বলেন, আমি নিশ্চিত পঞ্চাশের দশক থেকে তাকে নিয়ে নানান শিল্পী কাজ করেছেন, হয়তো এগুলো এখনও আমাদের অগোচরে আছে। এমনকি ১৯৭৫ থেকে নিয়ে পরবর্তী কুড়ি-একুশ বছরেও তার প্রতিকৃতি আঁকা হয়েছে, ভাস্কর্যে তার রূপায়ন ঘটেছে।“
তার মতে, বিষয়টি নিয়ে গবেষণা হতে পারে। কোনো তরুণ গবেষক বা শিল্পলেখক কাজটি অচিরেই শুরু করবেন বলে তার আশা।
সাহিত্যিক সৈয়দ মনজুরুল বলেন, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু যেসব আদর্শের প্রকাশ ঘটাতেন তার জীবনে ও কাজে, যেমন অসাম্প্রদায়িকতা ও উদার মানবিকতা, সেসব থেকে অনুপ্রেরণা নিয়েই বেশির ভাগ শিল্পী কাজ করেছেন।
“কিছু শিল্পী যেমন আবদুল মান্নান অথবা শাহাবুদ্দিন তাদের আঁকা বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে প্রতিবাদের প্রতীক হিসেবেও দেখেছেন। পঁচাত্তরের পর করা বঙ্গবন্ধুর রূপায়নে প্রতিবাদটি ছিল অশুভ সেই শক্তির বিরুদ্ধে, যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল, সংবিধানের কাঁটাছেড়া করে অসাম্প্রদায়িকতাকে বিসর্জন দিয়েছিল এবং পাকিস্তান পন্থার পুন:প্রচলনের চেষ্টা করেছিল।“
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন বলেন, লেখালেখির মধ্য দিয়ে আমরা বঙ্গবন্ধুকে জানছি। একজন লেখক বা শিল্পী যা তুলে ধরতে পারেন, ইতিহাসবিদের সেই স্বাধীনতা নেই। যিনি আঁকছেন তিনি ইতিহাসবিদের সীমাবদ্ধা অতিক্রম করার সুযোগ আছে।
অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে যিনি সরাসরি দেখে ছবি এঁকেছেন আর যারা দেখেননি তারা কীভাবে ছকি আঁকবেন- এমন প্রশ্নে অধ্যাপক নিসার বলেন, এখানেই কিন্তু একজন বড় মাপের শিল্পীর সঙ্গে একজন সাধারণ শিল্পীর পার্থক্য। আমরা যে সমস্ত কাজ রবীন্দ্রনাথের সামনে বসে করা দেখি, আমরা হেমেন মজুমদারের আঁকা প্রতিকৃতি দেখি কিংবা অনেক বিখ্যাত বিদেশি শিল্পীও রবীন্দ্রনাথের সামনে বসে ছবি এঁকেছেন।
“কিন্তু জয়নাল আবেদীন রবীন্দ্রনাথের যে ছবি একেঁছেন, উনি কিন্তু সামনে বসে করেননি। পত্রিকায় মাঝে মাঝে ছাঁপা হত, কিন্তু দেখে মনে হবে সামনে বসে করা ছবি। একজন শিল্পী তার সৃজনশীল ক্ষমতার মাধ্যমে সেই শক্তি অর্জন করেন।“
বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড লিবার্টির পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সংখ্যাতিরিক্ত অধ্যাপক ফকরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আজিজুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইনস্টিটিউটের রিসার্চ ফেলো হাসান নিটোল।
-
প্রথম দিন পদ্মা সেতু পার হয়েছে ৫১ হাজার যানবাহন
-
পদ্মা সেতু: জাজিরায় যানজটের মধ্যেই ৭ মিনিটের বিদ্যুত বিভ্রাট
-
পদ্মা সেতুতে প্রথম দিনে বাইকের ঢল
-
জবির সাত শিক্ষার্থী কারাগারে
-
পদ্মা সেতুর নাটবল্টু খুলে ‘টিকটক’: সেই যুবক গ্রেপ্তার
-
প্রথম আট ঘণ্টায় ১৫ হাজার গাড়ি পদ্মা সেতু পার
-
সেতুতে আড্ডা-সেলফি, হাঁটার সুযোগও নিলেন অনেকে
-
জাহাঙ্গীরের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
সর্বাধিক পঠিত
- প্রথম টোল দিয়ে বাইক নিয়ে পদ্মা সেতু পার হলেন যিনি
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- পদ্মা সেতুর নাটবল্টু খুলে ‘টিকটক’: সেই যুবক গ্রেপ্তার
- পদ্মা সেতুতে বাইক দুর্ঘটনায় ঝরল দুই প্রাণ
- পদ্মা সেতুতে মোটর বাইক ওঠা নিষিদ্ধ হল
- ‘প্রধানমন্ত্রীর পর আমিই প্রথম, অনুভূতিটা অন্যরকম’
- ‘মাদারীপুর এত কাছে!’
- পদ্মা সেতু খুলেছে, ‘হাত নেড়ে কুল পাচ্ছে না’ ঢাকার ট্রাফিক পুলিশ
- ৩ সেতুতে টোল দিয়ে ৪ ঘণ্টায় বরিশাল