চালু হচ্ছে দুদকের নতুন আরও ১২ কার্যালয়

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন ১২টি সমন্বিত জেলা কার্যালয়ের উদ্বোধন করা হবে ৩ জুলাই।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 June 2022, 05:45 PM
Updated : 21 June 2022, 05:45 PM

এর মাধ্যমে ২৩ জেলায় কার্যক্রম বিস্তৃত হবে দুর্নীতি দমনে নিয়োজিত এ সংস্থার। আর নতুন এসব কার্যালয় নিয়ে মোট সমন্বিত জেলা কার্যালয় হবে ৩৬টি।

মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন দুদকের উপ পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক।

নতুন কার্যালয়গুলো হল- নারায়ণগঞ্জ (নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ), গাজীপুর (গাজীপুর ও নরসিংদী), গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, জামালপুর (জামালপুর ও শেরপুর), নওগাঁ (নওগাঁ ও জয়পুরহাট), কুড়িগ্রাম (কুড়িগ্রাম ও লালমনিরহাট), চাঁদপুর (চাঁদপুর ও লক্ষ্মীপুর), বাগেরহাট (বাগেরহাট ও সাতক্ষীরা), ঝিনাইদহ (ঝিনাইদহ, মাগুরা ও চুয়াডাঙ্গা), পিরোজপুর (পিরোজপুর ও ঝালকাঠি) এবং ঠাকুরগাঁও (ঠাকুরগাঁ ও পঞ্চগড়)।

এর আগে গত জানুয়ারিতে কক্সবাজার (কক্সবাজার ও বান্দরবন জেলা) ও মার্চে মাদারীপুর (মাদারীপুর ও শরীয়তপুর) সমন্বিত জেলা কার্যালয় চালু করে দুদক।

এসব সমন্বিত জেলা কার্যালয় ছাড়াও রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয় এবং আট বিভাগে আটটি বিভাগীয় কার্যালয় রয়েছে।