বাহরাইনে ছবির গল্পে-কথায় এক টুকরো বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 28 May 2022 02:01 PM BdST Updated: 28 May 2022 02:01 PM BdST
সংস্কৃতি-ঐতিহ্য এবং নানা অর্জনে বহুমাত্রিক বাংলাদেশ ছবিতে ছবিতে জাজ্বল্যমান হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের দ্বীপ রাষ্ট্র বাহরাইনে; দেশটির সিফ মলে ‘গ্লিম্পস অব বাংলাদেশ’ শিরোনামে সপ্তাহব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে।
এই প্রদর্শনী উদ্বোধন করেন বাহরাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত মু নজরুল ইসলাম। বাংলাদেশ নিয়ে বাহরাইনে এ ধরনের আলোকচিত্র প্রদর্শনীর এমন আয়োজন এই প্রথম বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের হেড অব নিউজ ফটোগ্রাফি মোস্তাফিজুর রহমান এবং ফ্রিল্যান্স আলোকচিত্র আব্দুল মোমিনের তোলা ৭০টি ছবি স্থান পেয়েছে এ প্রদর্শনীতে।


তিনি বলেন, “আগামীতে বাহরাইনকেও বাংলাদেশের মাটিতে ফটোগ্রাফি প্রদর্শনীর মাধ্যমে উপস্থাপনের উদ্যোগ নেওয়া হবে।”
এতে দেশের মধ্যকার পর্যটন খাতসহ ব্যবসা-বাণিজ্যর প্রসার ঘটবে বলে আশা রাষ্ট্রদূতের।

ট্রাভেল রাইটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আশরাফুজ্জামান উজ্জ্বল জানান, বাংলাদেশের ইতিবাচক দিকগুলোকে বিশ্বের সামনে তুলে ধরাই লক্ষ্য।
এছাড়া বাংলাদেশ ভ্রমণে বিদেশি পর্যটকদের আকৃষ্ট তকরতে এ ধরণের প্রদর্শনী পর্যায়ক্রমে পৃথিবীর অন্যান্য দেশেও আয়োজনের পরিকল্পনা তাদের রয়েছে বলে জানান তিনি।

এ ছাড়া সহযোগিতার জন্য বাংলাদেশ ট্রাভেলস রাইটার্স এসোসিয়েশন, কালারস অব দ্য ইস্ট আর্ট গ্যালারি, সিফ মল, বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইন, বিয়ন মানি সহ আগত সকল অতিথি ও দর্শনার্থীদের ধন্যবাদ জানান রাষ্ট্রদূত।
বৃহস্পতিবার শুরু হওয়া প্রদর্শনীটি চলবে ১ জুন পর্যন্ত।
-
হজে গিয়ে আরও এক বাংলাদেশির মৃত্যু
-
যুদ্ধাপরাধ: মৃত্যুদণ্ডপ্রাপ্ত রজব আলী র্যাবের হাতে গ্রেপ্তার
-
এসআই গৌতম হত্যা: সাক্ষী আসছে না, তদন্ত নিয়েও প্রশ্ন
-
ঢাকায় ৩ কেজি আফিমসহ গ্রেপ্তার ২
-
মুকুল বোসের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
-
হজে গিয়ে আরও ২ বাংলাদেশির মৃত্যু
-
গুলিস্তানে বাস ও ট্রাকের ধাক্কায় ২ জনের মৃত্যু
-
ইভিএম: দ্রুত সিদ্ধান্ত নিতে চায় ইসি
সর্বাধিক পঠিত
- বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার পর ম্যাচ পরিত্যক্ত
- ওভারে ৩৫ রান দিয়ে ব্রডের বিশ্ব রেকর্ড
- ব্যাটিং হতাশার ফাঁকে সাকিব-সোহানের ক্যামিও
- ভাড়া কমল বরিশাল-ঢাকা নৌপথে
- অসুস্থ ছিলাম, দলের কেউ খোঁজ নেয়নি: রওশন
- দোরাইস্বামী যাচ্ছেন, আসছেন সুধাকর
- শিক্ষক হত্যা: জিতুর ‘বান্ধবী’ও বহিষ্কৃত, স্কুল খুললেও উপস্থিতি কম
- নতুন চেহারার উইন্ডিজের সামনে আত্ম অনুসন্ধানী বাংলাদেশ
- ভারতের ভ্রমণ ভিসায় ৩ মাস পূর্ণ না হলে ফেরত পাঠানোর অভিযোগ
- নাম বিভ্রাটে ছেড়ে দিয়ে বিয়ের আসর থেকে ফের গ্রেপ্তার