একেএম সামসুদ্দিনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

পুলিশের সাবেক অতিরিক্ত আইজি মুক্তিযোদ্ধা একেএম সামসুদ্দিনের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 May 2022, 01:28 PM
Updated : 27 May 2022, 01:28 PM

শুক্রবার এক শোক বার্তায় তিনি গভীর দুঃখ প্রকাশ করে প্রয়াতের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে, ‘সিক্রেট ডকুমেন্টস অব ইন্টেলিজেন্স ব্র্যাঞ্চ অন ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ সংকলনটি প্রকাশে সামসুদ্দিনের ভূমিকা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন শেখ হাসিনা।

বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগে শুক্রবার ভোরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সামসুদ্দিন। তার বয়স হয়েছিল ৭৮ বছর।

দুপুরে রাজারবাগ পুলিশ লাইনসে এসআই শিরু মিয়া মিলনায়তনে জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় উত্তরা ৪ নম্বর সেক্টর কবরস্থানে দাফন করা হয়।

সর্বশেষ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান হিসাবে দায়িত্ব পালন করে অবসরে যান সামসুদ্দিন। তার জন্ম ১৯৪৪ সালে লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার পশ্চিম লতিফপুর গ্রামে।

কর্মজীবনে তিনি মৌলভীবাজার জেলার পুলিশ সুপার, খুলনা রেঞ্জের ডিআইজি, ডিএমপি কমিশনারসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।