৪৪তম বিসিএস: প্রিলিমিনারি দিল সাড়ে তিন লাখ চাকরিপ্রত্যাশী
নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 27 May 2022 10:06 AM BdST Updated: 27 May 2022 12:43 PM BdST
দেশের আটটি বিভাগীয় শহরে ৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হল, যেখানে প্রার্থী ছিলেন সরকারি চাকরি প্রত্যাশী সাড়ে তিন লাখ তরুণ।
এই বিসিএসের মাধ্যমে ২৫টি ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তাকে নিয়োগ দেওয়ার কথা রয়েছে।
ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে শুক্রবার সকাল ১০টা থেকে দুই ঘণ্টার এ পরীক্ষা হয়।

সরকারি কর্ম কমিশন জানিয়েছে, প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর মিলবে; আর ভুল উত্তরের জন্য দশমিক ৫০ নম্বর কাটা যাবে।
পরীক্ষায় অংশ নিতে সকাল সাড়ে ৮টা থেকে ৯টা ২৫ মিনিটের মধ্যে পরীক্ষার্থীদের নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে বলা হয়েছিল। আগেই জানানো হয়েছিল, মাস্ক ছাড়া কোনো প্রার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।
নির্দেশনায় বলা ছিল, পরীক্ষার্থীদের প্রবেশপত্র, জাতীয় পরিচয়পত্র ও কালো কালির বল পয়েন্ট কলম নিয়ে কেন্দ্রে যেতে পারবেন। উত্তরপত্রে তাদের নিজ জেলা ও রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে। রেজিস্ট্রেশন নম্বরের সংশ্লিষ্ট বৃত্তগুলো কালো কালির বল পয়েন্ট কলম দিয়ে পূরণ করতে হবে। আর অবশ্যই সই করতে হবে হাজিরা তালিকায়।

গত বছরের ৩০ নভেম্বর ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয় ৩০ ডিসেম্বর, শেষ হয় ২ মার্চ। ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন প্রার্থী এ পরীক্ষায় বসার আবেদন করেন।
এই বিসিএসের মাধ্যমে সাধারণ ক্যাডারে ৪৪৯ জন, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ জন, সাধারণ কলেজের জন্য সাধারণ শিক্ষায় ৪০১ জন, শিক্ষক প্রশিক্ষণ কলেজের জন্য সাধারণ শিক্ষায় ২০ জন ও কারিগরি শিক্ষায় ৩৫৫ জন নিয়োগ পাবে বলে পিএসসি জানিয়েছে।
-
পদ্মা সেতু দিয়ে টুঙ্গিপাড়ায় প্রথম সফর প্রধানমন্ত্রীর
-
যুবকের মৃত্যু: গ্রেপ্তার চালক লাইসেন্স ছাড়াই বাস চালাচ্ছেন ৫ বছর
-
জুনের সড়কে ৪২% মৃত্যুই বাইক দুর্ঘটনায়
-
সহযোগিতার প্রস্তাব পশ্চিমাদের, বিবেচনার আশ্বাস সিইসির
-
দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চাই: শেখ হাসিনা
-
রূপসা রেলসেতু উদ্বোধনের অপেক্ষায়
-
প্রমত্তা পদ্মায় সেতু করাটাই ইতিহাস: প্রধানমন্ত্রী
-
গ্রামীণ টেলিকমকর্মীদের আইনজীবী বললেন, অর্থ পেয়েছি ফি হিসেবে
সর্বাধিক পঠিত
- লড়াই করার তাড়নাই দেখাল না বাংলাদেশ
- ঈদযাত্রায় মহাসড়কে বাইক বন্ধ: বাইকারদের সন্দেহে বাস মালিকরা
- গ্রামীণ টেলিকমকর্মীদের আইনজীবী বললেন, অর্থ পেয়েছি ফি হিসেবে
- নিখোঁজ হিলালীকে পাওয়া গেল সাভারে
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- এলোমেলো বোলিং, দিশাহীন ব্যাটিংয়ে বাংলাদেশের বড় হার
- ‘গ্যাস সঙ্কটের’ আঁচ বিদ্যুতে, বাড়ছে লোডশেডিং
- বিমানের দুই বোয়িংয়ের আবার ঠোকাঠুকি
- মেডেন উইকেটের পর যে কারণে বোলিং পেলেন না মোসাদ্দেক
- নাম বিভ্রাটে ছেড়ে দিয়ে বিয়ের আসর থেকে ফের গ্রেপ্তার