জনপ্রশাসনের সক্ষমতা বাড়াতে হার্ভার্ড কেনেডি স্কুলের সঙ্গে এমওইউ
নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 26 May 2022 11:44 PM BdST Updated: 26 May 2022 11:44 PM BdST
বাংলাদেশের জনপ্রশাসনের সক্ষমতা বৃদ্ধি ও শক্তিশালী করার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক সই করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিট এবং হার্ভার্ড কেনেডি স্কুলের অ্যাশ সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্ন্যান্স অ্যান্ড ইনোভেশন।
প্রধানমন্ত্রীর কার্যালয় বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বুধবার যুক্তরাষ্ট্রে সমঝোতা স্মারকে সই করেন লাদেশ সরকারের পক্ষে মুখ্য সচিব আহমদ কায়কাউস এবং হার্ভার্ড কেনেডি স্কুলের অ্যাশ সেন্টারের পক্ষ থেকে অধ্যাপক ডগলাস ডব্লিউ এলম্যানডর্ফ।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব আবদুর রউফ তালুকদার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কে এম আলী আজম, নিউ ইয়র্কে বাংলাদেশের কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল মোহাম্মদ মনিরুল ইসলাম; গভর্নেন্স ইনোভেশন ইউনিটের পরিচালক ড. শামীমা নাসরিন এবং উপ পরিচালক আরিফুজ্জামান।
অনুষ্ঠানে আহমদ কায়কাউস প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নের অগ্রযাত্রার চিত্র তুলে ধরে বলেন, ‘এসডিজি ২০৩০’ ও ‘রূপকল্প-২০৪১’ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে একটি উন্নত, সমৃদ্ধ দেশে পরিণত করার লক্ষ্যে সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
তিনি আশা প্রকাশ করেন, অ্যাশ সেন্টারের সঙ্গে সহযোগিতা বাংলাদেশের জনপ্রশাসনে দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, যা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ‘সোনার বাংলা’ বিনির্মাণে তাৎপর্যপূর্ণ অবদান রাখবে।
-
শিক্ষক নিপীড়ন: গান, কবিতা, নাটকে প্রতিবাদ শাহবাগে
-
পদ্মা সেতু হয়ে যাতায়াতকারী বাসের ভাড়া বাড়ল
-
দুই বছর পর পুরনো রঙে রথযাত্রা
-
অধ্যাপক রতন সিদ্দিকীর বাসায় হামলা
-
কারও স্বজন হারানোর বেদনা, কারও স্প্লিন্টারের যন্ত্রণা
-
জঙ্গি দমনে ঈর্ষণীয় সাফল্যেও আত্মতুষ্টিতে ভুগছি না: র্যাব মহাপরিচালক
-
‘গুলশান হামলার পর ঘুরে না দাঁড়ালে পদ্মা সেতু হত না’
-
বড় ভাইয়ের মৃত্যু: প্যারোলে মুক্ত হাজী সেলিম
সর্বাধিক পঠিত
- যা হচ্ছে, তার জন্য নূপুর শর্মা দায়ী: ভারতের সুপ্রিম কোর্ট
- বাঘাইড় বিক্রি করায় সুপার শপকে ৫০ হাজার টাকা জরিমানা
- অধ্যাপক রতন সিদ্দিকীর বাসায় হামলা
- পদ্মা সেতু হয়ে যাতায়াতকারী বাসের ভাড়া বাড়ল
- রাষ্ট্রপতির ছেলের গাড়িচালককে মারধর: জবি ছাত্রলীগের কমিটি স্থগিত
- নাঈমের ৫ উইকেট, সৌম্যর ৮১
- হলি আর্টিজানের সেই রাত যেভাবে বদলে দেয় বাংলাদেশকে
- সাদা বলের নেতৃত্বে ফিরলেন রোহিত, ওয়ানডে দলে জাদেজা-হার্দিক
- অফসাইডের জটিলতা দূর করতে কাতার বিশ্বকাপে নতুন প্রযুক্তি
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে