ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষ: সুপ্রিম কোর্টে নিরাপত্তা জোরদার
নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 26 May 2022 09:29 PM BdST Updated: 26 May 2022 09:29 PM BdST
-
হাই কোর্ট মাজার গেটের সামনে ছাত্রলীগ ও ছাত্রদলের সংঘর্ষ
-
পূর্ব ঘোষিত কর্মসূচি হিসেবে বৃহস্পতিবার ছাত্রদল নেতাকর্মীরা হাই কোর্ট এলাকা থেকে মিছিল বের করে।
-
ভাঙা গাড়ির পাশে তৈমুর আলম খন্দকার
ঢাকায় ছাত্রলীগ ও ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষের পর সুপ্রিম কোর্ট এলাকার নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত নিয়েছে আদালত প্রশাসন।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান জানিয়েছেন, রোববার থেকে সর্বোচ্চ আদালত এলাকায় নিরাপত্তা কড়াকড়ি বাড়বে।
পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে ছাত্রদল নেতাকর্মীরা হাই কোর্ট এলাকা থেকে মিছিল বের করেন। সেখান থেকে তারা দোয়েল চত্বরের দিকে অগ্রসর হলে ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষ বাধে।

পূর্ব ঘোষিত কর্মসূচি হিসেবে বৃহস্পতিবার ছাত্রদল নেতাকর্মীরা হাই কোর্ট এলাকা থেকে মিছিল বের করে।
এ সময় কোর্ট এলাকায় থাকা বিএনপির সাবেক নেতা সুপ্রিম কোর্টের আইনজীবী তৈমুর আলম খন্দকারের গাড়ির পেছনের অংশ ভাংচুর করা হয় বলে অভিযোগ করেছেন তিনি।
তৈমুর বলেন, “সুপ্রিম কোর্টে প্রবেশ করে ছাত্রলীগ তাৎক্ষণিকভাবে আমার গাড়িতে হামলা করেছে। ইট পাটকেল নিক্ষেপ করেছে। এতে আমার গাড়ির পেছনের সম্পূর্ণ গ্লাস ভেঙে গেছে।
“আমি কার কাছে বিচার চাইব। বিচার চেয়ে লাভ নেই। এ দেশে বিচার নেই।”
সুপ্রিম কোর্ট এলাকায় বহিরাগতদের হামলা, সংঘর্ষ ও গাড়ি ভাংচুরের প্রতিবাদে দুপুরেই তাৎক্ষণিকভাবে প্রতিবাদ মিছিল করেন বিএনপিপন্থি আইনজীবীরা।

ভাঙা গাড়ির পাশে তৈমুর আলম খন্দকার
বৈঠকের পর আপিল বিভাগের রেজিস্ট্রার সাইফুর রহমান সাংবাদিকদের বলেন, “সুপ্রিম কোর্টের নিরাপত্তা জোরদার করা হবে। গেটগুলোতে আনাগোনা নিয়ন্ত্রণ করা হবে। আদালত অঙ্গনে যাতে কোনো বহিরাগত ঢুকতে না পারে, সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।”
-
মুকুল বোসের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
-
হজে গিয়ে আরও ২ বাংলাদেশির মৃত্যু
-
গুলিস্তানে বাস ও ট্রাকের ধাক্কায় ২ জনের মৃত্যু
-
শিক্ষক নিপীড়ন: গান, কবিতা, নাটকে প্রতিবাদ শাহবাগে
-
পদ্মা সেতু হয়ে যাতায়াতকারী বাসের ভাড়া বাড়ল
-
দুই বছর পর পুরনো রঙে রথযাত্রা
-
অধ্যাপক রতন সিদ্দিকীর বাসায় হামলা
-
কারও স্বজন হারানোর বেদনা, কারও স্প্লিন্টারের যন্ত্রণা
সর্বাধিক পঠিত
- অধ্যাপক রতন সিদ্দিকীর বাসায় হামলা
- নতুন চেহারার উইন্ডিজের সামনে আত্ম অনুসন্ধানী বাংলাদেশ
- নড়াইলে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ
- পদ্মা সেতু হয়ে যাতায়াতকারী বাসের ভাড়া বাড়ল
- দ্রুততম সেঞ্চুরিতে ধোনির রেকর্ড ভাঙলেন পান্ত
- নাঈমের ৫ উইকেট, সৌম্যর ৮১
- মুকুল বোস মারা গেছেন
- রাষ্ট্রপতির ছেলের গাড়িচালককে মারধর: জবি ছাত্রলীগের কমিটি স্থগিত
- সাদা বলের নেতৃত্বে ফিরলেন রোহিত, ওয়ানডে দলে জাদেজা-হার্দিক
- ব্যর্থ কোহলি, পান্ত ১৪৬, জাদেজা অপরাজিত ৮৩