কামরাঙ্গীরচরে ‘ফাঁকা বাসায়’ দুই বন্ধুর মৃত্যু

রাজধানীর কামরাঙ্গীরচরে বাবা-মায়ের অনুপস্থিতে ‘ফাঁকা বাসায়’ দুই বন্ধুর মৃত্যুর ঘটনায় অতিরিক্ত অ্যালকোহল গ্রহণকেই প্রাথমিক কারণ বলে মনে করছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 May 2022, 12:17 PM
Updated : 25 May 2022, 12:17 PM

মুসলিমবাগ লবণ ফ্যাক্টরির গলি এলাকার একটি তিনতলা বাসার দ্বিতীয় তলায় মঙ্গলবার রাতে ২৫ বছর বয়সী দুই বন্ধু মো. মিরাজ এবং মো. রুবেল একসঙ্গে ছিলেন। বুধবার সকালে তাদের মৃত্যু হয়।

কামরাঙ্গীরচর থানার পরিদর্শক (তদন্ত) মোস্তফা আনোয়ার জানান, ওই বাসায় বাবা-মায়ের সঙ্গে থাকতেন মিরাজ। তবে ওই রাতে তার মা-বাবা বাসায় ছিলেন না।

“সকালে অসুস্থ অবস্থায় মিরাজ নিজ কক্ষ থেকে বের হয়ে এক নারীর কাছে তেঁতুল চান। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত বলে জানান। আর রুবেল মারা যান ঘটনাস্থলেই।”

তিনি বলেন, “মিরাজের বাবা-মা গ্রামের বাড়িতে যাওযায় মঙ্গলবার রাতে তারা কামরাঙ্গীচরের বাসায় একসঙ্গে থাকেন। ফাঁকা বাসায় দুই বন্ধু একত্রিত হয়ে…।”

তবে মিরাজের চাচাতো ভাই আয়নাল হাসপাতালে সাংবাদিকদের বলেন, “দুই বন্ধ বিষপানে আত্মহত্যা করেছে।”

মিরাজ নবাবগঞ্জে একটি ফ্যাক্টরিতে এবং রুবেল লালবাগে কাজ করতেন জানিয়ে পুলিশ কর্মকর্তা মোস্তফা বলেন, “আগে দুজন একই এলাকায় থাকার কারণে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠে।”

তিনি জানান, মিরাজের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জে আর রুবেলের বাড়ি ভোলায়। খিলগাঁওয়ে মামার সঙ্গে থাকতেন রুবেল।

ময়নাতদন্তের জন্য তাদের দুজনের মরদেহ মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশ পরিদর্শক।