প্যাকেজ ২: হজের নিবন্ধনে আরও দুদিন সময়

চলতি বছরে যারা বাংলাদেশ থেকে সৌদি আরবে হজে যেতে চান তাদের জন্য হজ প্যাকেজ-২ এর নিবন্ধনের সময় আরও দুদিন বাড়াল সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 May 2022, 07:09 AM
Updated : 23 May 2022, 07:48 AM

এই প্যাকেজে জন্য নিবন্ধনের সময় রোববার সন্ধ্যায় শেষ হওয়ার কথা থাকলেও রাতে নিবন্ধনের সময় আরও ৪৮ ঘণ্টা বাড়িয়ে বিজ্ঞপ্তি জারি করে ধর্ম মন্ত্রণালয়। 

সেখানে বলা হয়, “শূন্য কোটা পূরণের জন্য সরকার ঘোষিত হজ প্যাকেজ অনুযায়ী বর্ধিত সময়সূচি ঘোষণা করা হল।”

এই সময়ে প্রাক-নিবন্ধনের ২৫ হাজার ৯২৫ ক্রমিক থেকে সর্বশেষ ২৭ হাজার ১০৫ ক্রমিক পর্যন্ত হজযাত্রীরা নিবন্ধনের সুযোগ পাবেন।

গত ১৬ মে থেকে শুরু হওয়া হজ প্যাকেজ-১ এবং হজ প্যাকেজ-২ এর নিবন্ধন প্রক্রিয়া ১৮ মে শেষ হওয়ার কথা ছিল। ওইদিন বিকালে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুই প্যাকেজেই ২২ মে পর্যন্ত সময় বাড়ানোর কথা জানান হয়।

রোববার সন্ধ্যায় হজ প্যাকেজ-১ এর নিবন্ধন কার্যক্রম বন্ধ করা হলেও প্যাকেজ-২ এ নিবন্ধনের জন্য আরও দুদিন সময় বাড়ানো হল।

হজ প্যাকেজ-২ এ নিবন্ধনের জন্য টাকা পরিশোধ করতে সোমবার (২৩ মে) ও মঙ্গলবার (২৪ মে) ব্যাংকে টাকা জমা দেওয়া যাবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই সৌদি আরবে হজ হবে। এবার বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজে যেতে পারবেন।

তাদের মধ্যে চার হাজার জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৫৩ হাজার ৫৮৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার সুযোগ পাচ্ছেন।

ধর্ম মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, রোববার পর্যন্ত বেসরকারি ব্যবস্থাপনায় ৫১ হাজার ৮৫১ জন এবং সরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৮৪৯ জন হজযাত্রী হজে যাওয়ার জন্য নিবন্ধন করেছেন।

সরকারিভাবে হজে যেতে প্যাকেজ-১ এ ৫ লাখ ২৭ হাজার ৩৪০ টাকা খরচ পড়ছে। আর প্যাকেজ-২ এ লাগছে ৪ লাখ ৬২ হাজার ১৫০ টাকা ।

এ ছাড়া বেসরকারিভাবে এজেন্সিগুলোর ‘সাধারণ প্যাকেজ’র মাধ্যমে হজ করতে খরচ হবে ৪ লাখ ৬৩ হাজার ৭৪৪ টাকা। কোরবানির জন্য প্রত্যেক হজযাত্রীকে ৪১০ সৌদি রিয়ালের সম পরিমাণ ১৯ হাজার ৬৮৩ টাকা আলাদাভাবে সঙ্গে নিতে হবে।

নিবন্ধনে যা যা দরকার

নিবন্ধনের জন্য আবশ্যিকভাবে পাসপোর্ট থাকতে হবে। পাসপোর্ট স্ক্যান করে পূরণ করতে হবে নিবন্ধন তথ্য। পাসপোর্টের মেয়াদ থাকতে হবে হজের দিন থেকে পরবর্তী ছয় মাস, অর্থাৎ ২০২৩ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। হজযাত্রীর দাখিল করা পাসপোর্ট যাচাই করা হবে অনলাইনে।

নিবন্ধনের পর কেউ যদি হজে যেতে না পারেন, তাহলে শুধু বিমান ভাড়া এবং খাবার বাবদ নেওয়া টাকা ফেরত পাবেন। তবে বিমানের টিকিট নিশ্চিত হওয়ার পর হজযাত্রা বাতিল করলে সেই টিকিটের টাকা ফেরত পাবেন না।

সৌদি সরকারের নিয়মানুযায়ী এবার ৬৫ বছরের কেউ হজে যেতে পারবেন না। আবার নিবন্ধনকারী কেউ অসুস্থ হলে বা মারা গেলে সেই শূন্য কোটায় তার পরিবর্তে তার পরিবারের একজন সদস্য বা মনোনীত কেউ হজে যেতে পারবেন।

যারা যাবেন, তাদের দুই ডোজ কোভিড টিকা নেওয়া থাকতে হবে। যাওয়ার সময় কোভিড নেগেটিভ সনদ রাখার পাশপাশি কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার শর্তও জানিয়ে দিয়েছে সৌদি সরকার।

পুরনো খবর: