২৫ বীর মুক্তিযোদ্ধার সাক্ষাৎকার নিয়ে সংকলন

সশস্ত্র বাহিনীর ২৫ বীর মুক্তিযোদ্ধার সাক্ষাৎকার নিয়ে সংকলিত ‘বীরের মুখে বীরত্ব গাথা’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দিলেন সেই সাক্ষাৎকারদাতারাই।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 May 2022, 03:54 PM
Updated : 22 May 2022, 03:54 PM

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ কুর্মিটোলা আর্মি গলফ ক্লাবে শুক্রবার সন্ধ্যায় বইটির মোড়ক উন্মোচন করেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ‘নগদ’।

অনুষ্ঠানে ২৫ জন মুক্তিযোদ্ধার হাতে সম্মাননা স্মারক তুলে দেন সেনাপ্রধান। একই অনুষ্ঠানে তিনি নগদ গলফ টুর্নামেন্ট ২০২২-এর বিজয়ীদের মাঝেও পুরস্কার হস্তান্তর করেন।

স্বাধীনতার মাসে জাতীয় দৈনিক ইত্তেফাক এ সশস্ত্র বাহিনীর ২৫ মুক্তিযোদ্ধার সাক্ষাৎকার ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। সেসবের সংকলন ‘বীরের মুখে বীরত্ব গাথা’ প্রকাশের যৌথ উদ্যোগ নেয় নগদ ও ইত্তেফাক।

বইটি সংকলন করেন নগদ এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক ও দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন।

অনুষ্ঠানে মিশুক বলেন, “মহান মুক্তিযুদ্ধের ইতিহাস পড়ে আমি সবসময় বিস্মিত হই। আমাদের স্বাধীন দেশ উপহার দিতে তারা নিজেদের জীবন বাজি রেখে অসম সাহসিকতার সাথে লড়াই করেছেন।”