বিদ্যুতের খুঁটি মাথায় পড়ে রিকশাচালকের মৃত্যু

রাজধানীর খিলগাঁও এলাকায় বিদ্যুতের খুঁটি মাথায় পড়ে প্রাণ গেছে এক রিকশাচালকের।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 May 2022, 03:16 PM
Updated : 22 May 2022, 03:16 PM

রোববার দুপুরে আব্দুর রশিদ (৪৫) নামের ওই ব্যক্তির মৃত্যু হয়।

এ দুর্ঘটনার সময় রশিদের রিকশায় থাকা দুই যাত্রীও সামান্য আহত হয়েছেন।

খিলগাঁও থানার এসআই বিজন কুমার বিশ্বাস বলেন, "ঝড়ে ক্ষতিগ্রস্ত বিদ্যুতের খুঁটি সরানোর সময় সেটির আঘাতে আব্দুর রশিদ মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন।"

তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল এবং পরে সেখান থেকে বিকাল পৌনে তিনটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিয়ে আসা নিহতের প্রতিবেশী রানা আহমেদ জানান, খিলগাঁও জোড় পুকুর মাঠ এলাকার পরিত্যক্ত কমিউনিটি সেন্টারের পাশে ঝড়ে ক্ষতিগ্রস্ত বিদ্যুতের খুঁটি সরানোর সময় রশিদ সেখান দিয়ে রিকশা চালিয়ে যাচ্ছিলেন। খুঁটি মাথায় পড়লে তিনি গুরুতর আহত হন।

“সে সময়ে রিকশায় থাকা দুই যাত্রী সামান্য আহত হয়েছিলেন।”

নিহত রশিদ বগুড়ার শিবগঞ্জ উপজেলার পঞ্চদাস গ্রামের হবিবুর রহমানের ছেলে। দুই ছেলের জনক রশিদ খিলগাঁওয়ের গোড়ান এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।

তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।