বিদ্যুতের খুঁটি মাথায় পড়ে রিকশাচালকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 22 May 2022 09:16 PM BdST Updated: 22 May 2022 09:16 PM BdST
-
প্রতীকী ছবি
রাজধানীর খিলগাঁও এলাকায় বিদ্যুতের খুঁটি মাথায় পড়ে প্রাণ গেছে এক রিকশাচালকের।
রোববার দুপুরে আব্দুর রশিদ (৪৫) নামের ওই ব্যক্তির মৃত্যু হয়।
এ দুর্ঘটনার সময় রশিদের রিকশায় থাকা দুই যাত্রীও সামান্য আহত হয়েছেন।
খিলগাঁও থানার এসআই বিজন কুমার বিশ্বাস বলেন, "ঝড়ে ক্ষতিগ্রস্ত বিদ্যুতের খুঁটি সরানোর সময় সেটির আঘাতে আব্দুর রশিদ মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন।"
তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল এবং পরে সেখান থেকে বিকাল পৌনে তিনটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে নিয়ে আসা নিহতের প্রতিবেশী রানা আহমেদ জানান, খিলগাঁও জোড় পুকুর মাঠ এলাকার পরিত্যক্ত কমিউনিটি সেন্টারের পাশে ঝড়ে ক্ষতিগ্রস্ত বিদ্যুতের খুঁটি সরানোর সময় রশিদ সেখান দিয়ে রিকশা চালিয়ে যাচ্ছিলেন। খুঁটি মাথায় পড়লে তিনি গুরুতর আহত হন।
“সে সময়ে রিকশায় থাকা দুই যাত্রী সামান্য আহত হয়েছিলেন।”
নিহত রশিদ বগুড়ার শিবগঞ্জ উপজেলার পঞ্চদাস গ্রামের হবিবুর রহমানের ছেলে। দুই ছেলের জনক রশিদ খিলগাঁওয়ের গোড়ান এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।
তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
-
শিক্ষক নিপীড়ন: গান, কবিতা, নাটকে প্রতিবাদ শাহবাগে
-
পদ্মা সেতু হয়ে যাতায়াতকারী বাসের ভাড়া বাড়ল
-
দুই বছর পর পুরনো রঙে রথযাত্রা
-
অধ্যাপক রতন সিদ্দিকীর বাসায় হামলা
-
কারও স্বজন হারানোর বেদনা, কারও স্প্লিন্টারের যন্ত্রণা
-
জঙ্গি দমনে ঈর্ষণীয় সাফল্যেও আত্মতুষ্টিতে ভুগছি না: র্যাব মহাপরিচালক
-
‘গুলশান হামলার পর ঘুরে না দাঁড়ালে পদ্মা সেতু হত না’
-
বড় ভাইয়ের মৃত্যু: প্যারোলে মুক্ত হাজী সেলিম
সর্বাধিক পঠিত
- যা হচ্ছে, তার জন্য নূপুর শর্মা দায়ী: ভারতের সুপ্রিম কোর্ট
- বাঘাইড় বিক্রি করায় সুপার শপকে ৫০ হাজার টাকা জরিমানা
- অধ্যাপক রতন সিদ্দিকীর বাসায় হামলা
- পদ্মা সেতু হয়ে যাতায়াতকারী বাসের ভাড়া বাড়ল
- রাষ্ট্রপতির ছেলের গাড়িচালককে মারধর: জবি ছাত্রলীগের কমিটি স্থগিত
- নাঈমের ৫ উইকেট, সৌম্যর ৮১
- হলি আর্টিজানের সেই রাত যেভাবে বদলে দেয় বাংলাদেশকে
- সাদা বলের নেতৃত্বে ফিরলেন রোহিত, ওয়ানডে দলে জাদেজা-হার্দিক
- অফসাইডের জটিলতা দূর করতে কাতার বিশ্বকাপে নতুন প্রযুক্তি
- বড় ভাইয়ের মৃত্যু: প্যারোলে মুক্ত হাজী সেলিম