দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান ডাক-সুকে শেখ হাসিনার অভিনন্দন
নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 22 May 2022 06:54 PM BdST Updated: 22 May 2022 06:54 PM BdST
দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান ডাক-সুকে উষ্ণ অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, পারস্পরিক মূল্যবোধ, শ্রদ্ধা ও অভিন্ন আকাঙ্ক্ষার ভিত্তিতে বাংলাদেশ ও কোরিয়ার মধ্যে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক বিরাজ করছে। সময়ের সঙ্গে সঙ্গে এই সম্পর্ক আরও গভীর ও বিস্তৃতি পেয়েছে।
হান ডাক-সু দায়িত্বপালনকালে দুই বন্ধু দেশের বোঝাপাড়া ও সহযোগিতার বন্ধন আরো দৃঢ় হবে বলেও শেখ হাসিনা আশা প্রকাশ করেন।
তিনি বলেন, “কোরিয়া প্রজাতন্ত্র এখন বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগী। সাম্প্রতিক বছরগুলোতে আমাদের দ্বিপক্ষীয় বাণিজ্য এবং বিনিয়োগ উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যার ফলে বাংলাদেশে কোরীয় কোম্পানি এবং সংস্থাগুলোর উপস্থিতি বৃদ্ধি পেয়েছে।”
সরকারপ্রধান বলেন, “দুই দেশের বর্তমান উন্নয়নের গতিপথ উভয় দেশের জনগণের কল্যাণে অপার সম্ভাবনা তৈরি করে। এক দশকের বেশি সময়ে অর্থনৈতিক সমৃদ্ধি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে উল্লেখযোগ্য অগ্রগতির মাধ্যমে বাংলাদেশ এখন কোরিয়ার মত অংশীদারদের জন্য প্রচুর সুযোগ দিচ্ছে।
“বাংলাদেশ সরকার দেশের আধুনিকায়ন এবং অর্থনৈতিক প্রতিযোগিতায় সক্ষমতা বাড়াতে অসংখ্য উদ্যোগ ও মেগা প্রকল্প বাস্তবায়ন করছে।”
দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও সুসংহত করতে, অভিন্ন স্বার্থের আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়গুলোকে এগিয়ে নিতে কোরিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করারও আগ্রহ প্রকাশ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।
অভিনন্দনবার্তায় শেখ হাসিনা দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে হান ডাক-সুকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এ ছাড়া তার সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন।
প্রধানমন্ত্রী তার পত্রে কোরিয়ার নতুন প্রধানমন্ত্রীর সুখী জীবন ও সুস্বাস্থ্য এবং কোরিয়া প্রজাতন্ত্রের বন্ধুপ্রতীম জনগণের অব্যাহত শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
সরকারি চাকরিতে ৪৪ বছরের ক্যারিয়ারে বাম ও ডান- উভয় প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন হান ডাক-সু। তিনি ২০০৩ থেকে ২০০৮ মেয়াদে প্রেসিডেন্ট রোহ মু-হিউন প্রশাসনের সময়ও তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
-
পদ্মা সেতু দিয়ে টুঙ্গিপাড়ায় প্রথম সফর প্রধানমন্ত্রীর
-
যুবকের মৃত্যু: গ্রেপ্তার চালক লাইসেন্স ছাড়াই বাস চালাচ্ছেন ৫ বছর
-
জুনের সড়কে ৪২% মৃত্যুই বাইক দুর্ঘটনায়
-
সহযোগিতার প্রস্তাব পশ্চিমাদের, বিবেচনার আশ্বাস সিইসির
-
দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চাই: শেখ হাসিনা
-
রূপসা রেলসেতু উদ্বোধনের অপেক্ষায়
-
প্রমত্তা পদ্মায় সেতু করাটাই ইতিহাস: প্রধানমন্ত্রী
-
গ্রামীণ টেলিকমকর্মীদের আইনজীবী বললেন, অর্থ পেয়েছি ফি হিসেবে
সর্বাধিক পঠিত
- লড়াই করার তাড়নাই দেখাল না বাংলাদেশ
- ঈদযাত্রায় মহাসড়কে বাইক বন্ধ: বাইকারদের সন্দেহে বাস মালিকরা
- গ্রামীণ টেলিকমকর্মীদের আইনজীবী বললেন, অর্থ পেয়েছি ফি হিসেবে
- নিখোঁজ হিলালীকে পাওয়া গেল সাভারে
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- এলোমেলো বোলিং, দিশাহীন ব্যাটিংয়ে বাংলাদেশের বড় হার
- ‘গ্যাস সঙ্কটের’ আঁচ বিদ্যুতে, বাড়ছে লোডশেডিং
- বিমানের দুই বোয়িংয়ের আবার ঠোকাঠুকি
- মেডেন উইকেটের পর যে কারণে বোলিং পেলেন না মোসাদ্দেক
- নাম বিভ্রাটে ছেড়ে দিয়ে বিয়ের আসর থেকে ফের গ্রেপ্তার