নগর ভবনে ‘দরপত্র দাখিলে’ এএসআই, আটকের পর ব্যবস্থা নিতে চিঠি
নিজস্ব প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 19 May 2022 07:47 PM BdST Updated: 19 May 2022 07:49 PM BdST
-
ফাইল ছবি
নগর ভবনে এক পুলিশ সদস্যের দরপত্র জমা দেওয়া নিয়ে গোলমাল বাঁধার পর তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার পুলিশের ওই এএসআইর ওই কাণ্ডের পর বিকালে ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে ওই চিঠি পাঠান।
চিঠিতে পুলিশের সহকারী উপ-পরিদর্শক কামরুল হাসানের বিরুদ্ধে ‘টেন্ডার ফেলে’ আইশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অভিযোগ করা হয়েছে।
ওই এএসআইকে নগর ভবনেই আটকে ফেলার পর শাহবাগ থানার জিম্মায় দেয় সিটি করপোরেশন কর্তৃপক্ষ।
তার বিরুদ্ধে অভিযোগ যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে বলে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
ডিএসসিসির মালিকানাধীন ফুলবাড়িয়া সুপার মার্কেট-২, ব্লক-এ,ব্লক-বি, ব্লক-সি এর বেইজমেন্টগুলোতে কার পার্কিংয়ের দরপত্র দাখিলের তারিখ ছিল বৃহস্পতিবার।
ডিএসসির পাঠানো চিঠিতে বলা হয়, “আইন শৃঙ্খলার অবনতি ঘটতে পারে বিবেচনায় শাহবাগ থানায় চিঠি প্রদান করে পুলিশ আনয়নসহ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নিজস্ব আনসার সদস্য মোতায়েন করা হয়।
“আনুমানিক ১১.৪০ ঘটিকায় কামরুল হাসান ওয়াকিটকি হাতে পুলিশ পরিচয়ে দরপত্র দাখিল করতে যান। দরপত্র দাখিলের নিমিত্ত অপরাপর ব্যক্তিগণ কর্তৃক এতে বাধা প্রদান করা হলে পরিস্থিতি উত্তপ্ত হয় এবং আইন শৃঙ্খলার অবনতি ঘটে।”
তখন এএসআই কামরুলকে আটকে ফেলে শাহবাগ থানার এসআই (নিরস্ত্র) দীপকবালার জিম্মায় দেওয়া হয় বলে চিঠিতে জানান রাসেল সাবরিন।
ডিএসসিসির একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই ঘটনা ঘটার পরপরই আমাদের প্রধান সম্পত্তি কর্মকর্তা ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে লিখিত আবেদন করেন।”
এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির রমনা বিভাগের উপ কমিশনার সাজ্জাদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “টেন্ডারের ঘটনায় এক পুলিশ সদস্যকে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। আমরা প্রকৃত ঘটনা জানার চেষ্টা করছি। সংশ্লিষ্ট সবার সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
-
উচ্চ আদালতে জামিন জালিয়াতির কিছু ঘটনা ঘটেছে: আইনমন্ত্রী
-
বহুতল ভবনে মশার উৎস খুঁজবে ড্রোন
-
বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞানী নিয়োগ চান ইউজিসি চেয়ারম্যান
-
নর্থ সাউথের ৪ ট্রাস্টির জামিন নাকচ
-
পথ শিশুদের জন্ম সনদ দিতে কী উদ্যোগ, জানতে চায় হাই কোর্ট
-
বান্ধবীর সামনে ‘হিরো হতে’ শিক্ষককে পেটান জিতু
-
চার মহানগরে নতুন পুলিশ কমিশনার
-
পদ্মা সেতুর নাট খুলে গ্রেপ্তার ‘সাবেক শিবিরকর্মী’
সর্বাধিক পঠিত
- শিক্ষককে পিটিয়ে খুন: মামলায় জিতুর বয়স ১৬, র্যাব বলছে ১৯
- সিরাজগঞ্জে অস্ত্র হাতে ‘ভাইরাল’ সেই বায়েজিদ পিস্তলসহ গ্রেপ্তার
- গ্রামীণফোনের নতুন সিম বিক্রিতে নিষেধাজ্ঞা
- ‘ইউভেন্তুসে বেনজেমা-মদ্রিচের মতোই খেলবে দি মারিয়া’
- মুমিনুলকে আবার উইন্ডিজে দেখতে চান বিসিবি প্রধান
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- হারুনকে সংসদে ‘বাধা দেবেন’ রাঙ্গাঁ
- ৬ বছর পর দক্ষিণ আফ্রিকা দলে ফিরলেন রুশো
- উইন্ডিজে ওয়ানডে সিরিজে ‘ছুটি পাচ্ছেন’ সাকিব
- জর্দার পোটলা নিয়ে হজে, ভোগালেন সহযাত্রীদেরও