পি কে হালদার আরও ১০ দিনের রিমান্ডে
নিউজ ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 17 May 2022 06:11 PM BdST Updated: 17 May 2022 09:12 PM BdST
-
গ্রেপ্তার পি কে হালদার।
‘হাজার কোটি টাকা পাচার করে’ পালিয়ে পশ্চিমবঙ্গে ধরা পড়া পি কে হালদারকে জিজ্ঞাসাবাদের জন্য আরও ১০ দিনের জন্য হেফাজতে পেয়েছে ভারতের তদন্তকারীরা।
ভারতের কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) বাংলাদেশের এই ফেরারী আসামিকে গত শনিবার গ্রেপ্তারের পর তিন দিনের জন্য রিমান্ডে নিয়েছিল।
মঙ্গলবার তাকে আরও ১০ দিনের জন্য রিমান্ডে চেয়ে আদালতে আবেদন করেন ইডির কর্মকর্তারা।
তাকে আরও ১০ দিন রিমান্ডের আদেশ হয়েছে বলে বিবিসি বাংলার এক প্রতিবেদনে জানানো হয়েছে।
পি কে হালদারের সঙ্গে গ্রেপ্তার আরও চারজনকেও ১০ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। আর গ্রেপ্তার একমাত্র নারীকে পাঠানো হয়েছে বিচারিক হেফাজতে।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অরিজিৎ চক্রবর্তী সাংবাদিকদের বলেন, তাদের বিরুদ্ধে অর্থ পাচারের মামলা করা হয়েছে। সেই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড দেওয়া হয়েছে।

পি কে হালদার।
যে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে, মঙ্গলবার তাদের পরিচয় প্রকাশ করেছে ইডি। তাতে পি কে হালদার বা প্রশান্ত হালদার ভারতে শিব শঙ্কর হালদার নাম ভাঁড়িয়ে ছিলেন বলে উল্লেখ করা হয়েছে।
গ্রেপ্তার অন্যদের নাম বলা হয়েছে- স্বপন মৈত্র ওরফে স্বপন মিস্ত্রি, উত্তম মৈত্র ওরফে উত্তম মিস্ত্রি, ইমাম হোসেন ওরফে ইমন হালদার, প্রাণেশ কুমার হালদার এবং আমেনা সুলতানা ওরফে শর্মি হালদার।
গ্রেপ্তারের পর ভারতের সংবাদ মাধ্যমে পি কে হালদারের স্ত্রী, ভাই, সহযোগীদের আটক হওয়ার খবর দিয়েছিল।
পি কে হালদারের ভাই প্রাণেশ হালদার আগে থেকে ভারতে থাকতেন। আর বাংলাদেশের দুদকের তদন্তকারীদের তথ্য অনুযায়ী, পি কে হালদারের স্ত্রীর নাম সুস্মিতা সাহা।
কিন্তু গ্রেপ্তারের তালিকায় সুস্মিতা সাহা নামটি নেই। আবার শর্মি হালদার বা আমেনা সুলতানা নামে যিনি গ্রেপ্তার হয়েছেন, তার পরিচয়ও স্পষ্ট নয়।
ইডির সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তার অন্যদের পি কে হালদারের সহযোগী বলা হয়েছে। এর বেশি বিস্তারিত কিছু বলা হয়নি।
অর্থ পাচার ছাড়াও পি কে হালদারের বিরুদ্ধে ভুয়া নামে ভারতের পাসপোর্ট, আধার কার্ড, রেশন কার্ড তৈরির অভিযোগেও মামলা হতে পারে।
বাংলাদেশ পি কে হালদারকে চাইলেও এসব মামলার কারণে তাতে দেরি হতে পারে বলে একদিন আগেই আভাস দিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
তিন দিনের রিমান্ডে পি কে হালদার
পি কে হালদারের বিষয়ে জানতে ভারতকে বাংলাদেশের চিঠি
পি কে হালদারের অর্থ লোপাটের ঘটনায় ‘হতভম্ব’ তার শিক্ষক
পি কে হালদারকে এখনই পাওয়া যাবে না, ধারণা পররাষ্ট্রমন্ত্রীর
২০১৯ সালে দুদকের তদন্ত শুরুর পর পি কে হালদারের পালিয়ে যাওয়ার খবর মেলে। তখন শোনা গিয়েছিল, তিনি কানাডায় চলে গেছেন।
কিন্তু গত শুক্রবার হঠাৎ করেই খবর আসে, পি কে হালদার ও তার সহযোগীদের অবৈধ সম্পদের খোঁজে পশ্চিমবঙ্গে অভিযানে নেমেছে ভারতের কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। পরদিন আসে গ্রেপ্তারের খবর।
এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পি কে হালদারের বিরুদ্ধে নামে-বেনামে নানা আর্থিক প্রতিষ্ঠান খুলে হাজার কোটি টাকা লোপাটের অভিযোগে ইতোমধ্যে ৩৪টি মামলা হয়েছে।
-
রাষ্ট্রপতির সঙ্গে বেলজিয়ামে নিযুক্ত দূতের সাক্ষাৎ
-
কোরবানির পশুবাহী গাড়ি কারণ ছাড়া আটকাবেন না: আইজিপি
-
হোমিও থেকে হেনোলাক্সের ব্যবসাতেই কোটিপতি নুরুল আমিন
-
শিক্ষক উৎপলকে হত্যার ‘স্বীকারোক্তি’ জিতুর
-
অগাস্টের পর গুলশান-বনানীর পয়ঃবর্জ্য ড্রেনে নয়: মেয়র
-
বাল্যবিয়ে প্রতিরোধ: সিলভার লায়ন জিতেছে গ্রে
-
ধর্ম শিক্ষা ছিল, আছে, থাকবে: দীপু মনি
-
নির্ভয়ে পাঠদানের পরিবেশ নিশ্চিত করার আহ্বান ইউনিসেফের
-
বিশ্ববিদ্যালয়ে থাকতে এলএসডিতে আসক্তি, পরে ‘মাদক কারবারি’
-
ঈদের দিন ভারি না হলেও বৃষ্টি থাকবে
-
মধ্যরাতের আমিনবাজার: বাস ভাড়া নাগালের বাইরে, ট্রাকের দরেও হিমশিম
-
কোরবানির পশুবাহী গাড়ি কারণ ছাড়া আটকাবেন না: আইজিপি
-
রাষ্ট্রপতির সঙ্গে বেলজিয়ামে নিযুক্ত দূতের সাক্ষাৎ
-
অবৈধ সম্পদ: সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল
সর্বাধিক পঠিত
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- শাস্তি পেল বাংলাদেশ দল
- শ্রীলঙ্কা ‘দেউলিয়া’ হয়ে গেছে: রনিল বিক্রমাসিংহে
- হোমিও থেকে হেনোলাক্সের ব্যবসাতেই কোটিপতি নুরুল আমিন
- অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
- ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
- ‘নেইমারকে দলে চাইবে না কোন কোচ?’
- দেম্বেলে আর আমাদের খেলোয়াড় নয়: লাপোর্তা
- এবার লঞ্চে মোটরবাইক তোলা নিষিদ্ধ
- ধর্ম শিক্ষা ছিল, আছে, থাকবে: দীপু মনি