প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গৌতম ঘোষ
নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 17 May 2022 12:26 AM BdST Updated: 17 May 2022 12:26 AM BdST
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা গৌতম ঘোষের নেতৃত্বে ’কলকাতায় বঙ্গবন্ধু’ শীর্ষক তথ্যচিত্র নির্মাণ সংশ্লিষ্ট প্রতিনিধি দলের সদস্যরা সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সোমবার বিকালে গণভবনে সৌজন্য সাক্ষাতের সময় প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানাও উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিদের জানান, তথ্যচিত্রের রূপরেখা নিয়ে প্রতিনিধি দলের সদস্যরা বঙ্গবন্ধুর দুই কন্যার সঙ্গে আলোচনা করেন।

“গৌতম ঘোষ বঙ্গবন্ধুর উপর তথ্যচিত্র নির্মাণ করতে পারার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।“
প্রেস সচিব বলেন, “জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনামচা একটি বিশাল ইতিহাস বলেও উল্লেখ করেছেন গৌতম ঘোষ।“
বৈঠকে প্রধানমন্ত্রী ও শেখ রেহানা বঙ্গবন্ধুর কলকাতার দিনগুলো সম্পর্কে পরিচালক গৌতম ঘোষকে কিছু তথ্য দেন এবং বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন সম্পর্কে তাদের সঙ্গে কথাবার্তা বলেন বলে জানান ইহসানুল করিম।
‘ক্যামেরাটা যেন বঙ্গবন্ধু, ঘুরে বেড়াচ্ছেন, বক্তৃতা দিচ্ছেন’
তিনি বলেন, পরে শেখ হাসিনা ও শেখ রেহানা এ তথ্যচিত্রের জন্য বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন এবং কলকাতায় তার রাজনীতির যে শুরু হয়েছিল এবং সেখানেও তার সংগ্রামের ইতিহাস সম্পর্কে সাক্ষাৎকার দেন।

শুক্রবার ঢাকায় সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছিলেন, জাতির পিতার ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন লেখার উপর ভিত্তি করে এ তথ্যচিত্রের স্ক্রিপ্ট তৈরি করা হয়েছে।
বিভিন্ন পত্রপত্রিকা, বইপত্র এবং ভারত-বাংলাদেশের বিভিন্ন আর্কাইভ থেকেও তথ্য সংগ্রহ করা হয়েছে।
গত ৪ এপ্রিল বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত কলকাতার মৌলানা আজাদ কলেজ (যেটি আগে ইসলামিয়া কলেজ নামে পরিচিত ছিল) সেখানে ৩০ মিনিটের এ তথ্যচিত্র নির্মাণের প্রাথমিক কাজ শুরু হয়; যা জুনের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে।
-
রাষ্ট্রপতির সঙ্গে বেলজিয়ামে নিযুক্ত দূতের সাক্ষাৎ
-
কোরবানির পশুবাহী গাড়ি কারণ ছাড়া আটকাবেন না: আইজিপি
-
হোমিও থেকে হেনোলাক্সের ব্যবসাতেই কোটিপতি নুরুল আমিন
-
শিক্ষক উৎপলকে হত্যার ‘স্বীকারোক্তি’ জিতুর
-
অগাস্টের পর গুলশান-বনানীর পয়ঃবর্জ্য ড্রেনে নয়: মেয়র
-
বাল্যবিয়ে প্রতিরোধ: সিলভার লায়ন জিতেছে গ্রে
-
ধর্ম শিক্ষা ছিল, আছে, থাকবে: দীপু মনি
-
নির্ভয়ে পাঠদানের পরিবেশ নিশ্চিত করার আহ্বান ইউনিসেফের
-
বিশ্ববিদ্যালয়ে থাকতে এলএসডিতে আসক্তি, পরে ‘মাদক কারবারি’
-
ঈদের দিন ভারি না হলেও বৃষ্টি থাকবে
-
মধ্যরাতের আমিনবাজার: বাস ভাড়া নাগালের বাইরে, ট্রাকের দরেও হিমশিম
-
কোরবানির পশুবাহী গাড়ি কারণ ছাড়া আটকাবেন না: আইজিপি
-
রাষ্ট্রপতির সঙ্গে বেলজিয়ামে নিযুক্ত দূতের সাক্ষাৎ
-
অবৈধ সম্পদ: সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল
সর্বাধিক পঠিত
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- শাস্তি পেল বাংলাদেশ দল
- লাইসেন্স ছাড়া মোটরসাইকেল নিবন্ধন আর নয়
- হোমিও থেকে হেনোলাক্সের ব্যবসাতেই কোটিপতি নুরুল আমিন
- অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
- ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- প্রতারকের খপ্পরে পড়ে হজে যাওয়া হচ্ছে না ৩০০ জনের
- ‘নেইমারকে দলে চাইবে না কোন কোচ?’
- শ্রীলঙ্কা ‘দেউলিয়া’ হয়ে গেছে: রনিল বিক্রমাসিংহে