কোভিড সনদ নিয়ে বিদেশগামীদের সঙ্গে প্রতারণা, গ্রেপ্তার ৭

বিদেশগামী যাত্রীদের সঙ্গে কোভিড সার্টিফিকেট নিয়ে প্রতারণার অভিযোগে রাজধানী থেকে সাতজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 May 2022, 05:36 PM
Updated : 15 May 2022, 05:36 PM

রোববার সকালে রাজধানীর মহাখালীর কোভিড-১৯ হাসপাতালের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- জসিম উদ্দিন (২৮), তারেকুল ইসলাম (২৬), আলমগীর হোসেন (২০), রিপন মিয়া (২৮), আরিফুল ইসলাম (২০), আহম্মেদ হোসেন শাহাদাৎ (১৮) ও শামীম হোসেন (৩০)।

র‍্যাব-১ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদেশগামীদের কোভিড সার্টিফিকেট সংক্রান্ত সমস্যার সমাধান করার কথা বলে বিভিন্নভাবে প্রতারণা করে চক্রটি ১০ হাজার টাকা থেকে শুরু করে বিভিন্ন অঙ্কের টাকা হাতিয়ে নিত।

“তারা বিদেশগামী যাত্রীদের কাছে নিজেদের কোভিড-১৯ হাসপাতালের ডাক্তার, স্টাফ ও নার্স পরিচয় দিয়ে তাদের বিশ্বস্ততা অর্জন করত। পরবর্তীতে যাত্রীদের কোভিড-১৯ এর ভুয়া সার্টিফিকেট দিয়ে বিভিন্ন অঙ্কের টাকা হাতিয়ে নিত।”