অধ্যাপক আনিসুজ্জামানের স্মরণ
নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 14 May 2022 11:48 PM BdST Updated: 14 May 2022 11:48 PM BdST
জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের ‘বহুত্ববাদী চেতনা’ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার তাগিদ এসেছে তার স্মরণে আয়োজিত আলোচনাসভায়।
প্রয়াত এই শিক্ষকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে শনিবার ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে চন্দ্রাবতী একাডেমি আয়োজিত স্মরণসভা বক্তারা এমন আহ্বান জানান।
অনুষ্ঠানে আনিসুজ্জামানের আলোকচিত্র নিয়ে ‘আমার মুক্তি আলোয় আলোয়’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন বলেন, “আনিসুজ্জমানের মত মানুষ সবসময় পাওয়া যায় না। তাকে আমরা স্মরণ করছি। তার যে অসাম্প্রদায়িক চেতনা, মুক্ত চিন্তা, সংস্কৃতির বহুত্ববাদী চেতনা নতুন প্রজন্মের মধ্যে নিয়ে যেতে হবে।
“তিনি এমন একজন মানুষ, যিনি তার জীবনবোধ দিয়ে জাতিকে এগিয়ে নিয়ে গেছেন। অধ্যাপক আনিসুজ্জামান ছিলেন আমাদের পথনির্দেশক।”
২০২০ সালের ১৪ মে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় ৮৩ বছর বয়সে মারা যান জাতীয় এই অধ্যাপক।
আনিসুজ্জামান ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্যের এমিরেটাস অধ্যাপক। তিনি ভাষা আন্দোলন, ঊনসত্তরের গণ-অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধে অংশ নেন।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, “জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান সবসময় মানবতার জয়গান গেয়েছেন। তিনি ছিলেন একটি ইনস্টিটিউশন এবং বাংলাদেশের মানুষের মঙ্গলই তার চিন্তার খোরাক ছিল।”
মোমেন বলেন, “অধ্যাপক আনিসুজ্জামান আমাদের সংস্কৃতিকে সমুন্নত রাখতে কাজ করেছেন এবং বাংলাদেশের সংস্কৃতিকে তিনি পরিপূর্ণভাবে সংজ্ঞায়িত করেছেন।
“…তার শিক্ষা এবং স্বকীয় চিন্তা-চেতনা বিভিন্ন প্রকাশনার মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে।”
১৯৩৭ সালের ১৮ ফেব্রুয়ারি অবিভক্ত ভারতের চব্বিশ পরগনা জেলার বসিরহাটে জন্মগ্রহণ করেন আনিসুজ্জামান। তিনি চট্টগ্রাম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন।
মুক্তিযুদ্ধের সময় ভারতে গিয়ে বাংলাদেশ সরকারের পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে কাজ করেন। বাংলা একাডেমির সভাপতির দায়িত্বও পালন করেন তিনি।
আনিসুজ্জামান বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, একুশে পদক, স্বাধীনতা পুরস্কার পান। শিক্ষা ও সাহিত্যে অবদানের জন্য তাকে ভারত সরকার দেশটির তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণ পদক প্রদান করে।
সুরের ধারার চেয়ারম্যান সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য মুহাম্মদ সামাদ, কথাসাহিত্যিক আনিসুল হক, ‘আমার মুক্তি আলোয় আলোয়’ আলোকচিত্র গ্রন্থের সম্পাদক কবি মারুফুল ইসলাম এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবুল খায়ের লিটু।
-
উন্নয়ন প্রকল্পে পরিবেশের সুরক্ষা নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
-
কামরাঙ্গীরচরে ‘ফাঁকা বাসায়’ দুই বন্ধুর মৃত্যু
-
এনসিটিবির চেয়ারম্যান পদে ফিরলেন ফরহাদুল ইসলাম
-
ইন্টারকন্টিনেন্টালের ছাদ থেকে পড়ে প্রকৌশলীর মৃত্যু
-
জাতীয় কবিকে নিয়ে আর গেজেটের প্রয়োজন নেই: সংস্কৃতি প্রতিমন্ত্রী
-
ফল বিক্রেতা সেজে আত্মগোপন, সিআইডির হাতে ‘ডাকাত সর্দার’ ধরা
-
সোনালী ব্যাংকের সাবেক এমডি হুমায়ুনসহ ৯ জনের সাজা
-
এইডিস মশা নিয়ন্ত্রণে ১৫ জুন থেকে অভিযান: মেয়র তাপস
সর্বাধিক পঠিত
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- ‘ফাইনালে’ জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
- টেক্সাসের স্কুলে ঢুকে গুলি, ১৯ শিশুসহ নিহত ২১
- দারুণ শুরুর পর শেষটায় হতাশ বাংলাদেশ
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- মিলার ঝড়ে ফাইনালে গুজরাট টাইটান্স
- বাড়ি থেকে পালিয়ে ১২ বছর লুকিয়ে থাকার এক গল্প
- কুমিল্লার ‘বিদ্রোহী’ ইমরান ‘ছাড়ছেন’ ভোটের মাঠ
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন