অসুস্থ মাকে দেখতে যাওয়ার পথে স্ত্রী-সন্তানসহ প্রাণ গেল চিকিৎসকের
জ্যেষ্ঠ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 14 May 2022 06:42 PM BdST Updated: 14 May 2022 06:42 PM BdST
-
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানোর কয়েক ঘণ্টা আগে স্ত্রী-সন্তানসহ সেলফি তুলে ফেইসবুকে পোস্ট দিয়েছিলেন বারডেম হাসপাতালের চিকিৎসক ডা. বাসুদেব সাহা।
অসুস্থ মাকে দেখতে বাড়ি যাওয়ার পথে ফেরিতে স্ত্রী-সন্তানের সঙ্গে সেলফি তুলে ফেইসবুকে পোস্ট দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বারডেম হাসপাতালের এক চিকিৎসকসহ বাকিরাও।
শনিবার বেলা ১১টার দিকে কাশিয়ারী উপজেলার দক্ষিণ ফুকরা মিল্টন বাজার এলাকার ঢাকা-খুলনা মহাসড়কে দুর্ঘটনায় পড়ে হাসপাতালের অ্যানেসথেশিয়া বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. বাসুদেব সাহার গাড়ি।
মাওয়া হয়ে কাঁঠালবাড়ি ফেরিঘাট দিয়ে পদ্মা পার হলে ওই দুর্ঘটনাস্থলের দূরত্ব ৮০ কিলোমিটার। সেখান থেকে আর ২০ কিলোমিটার পেরুলেই গোপালগঞ্জ শহরের উদয়ন রোডে বাসুদেব সাহার বাড়ি। তার বাবা প্রফুল্ল কুমার সাহা।
খুলনা থেকে ঢাকাগামী রাজীব পরিবহনের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান বাসুদেব সাহা, তার স্ত্রী শিবানী সাহা এবং ছেলে স্বপ্নিল সাহা এবং গাড়ির চালক। ওই ঘটনায় দুজন মোটসাইকেল আরোহীসহ আরও চারজন নিহত হন।
মেডিকেল কলেজে পড়ুয়া একমাত্র মেয়ে পরীক্ষার জন্য ঢাকার বাসায় থাকায় তিনি বেঁচে যান। দুর্ঘটনার পর তার মামা তাকে গোপালগঞ্জে নিয়ে গেছেন বলে জানান, বারডেম হাসপাতালের যুগ্ম পরিচালক ডা. নিজামুল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে ঢাকার ফার্মগেট এলাকায় থাকতেন তিনি। ছেলে ঢাকা আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ত। মেয়ে পড়ছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে।
বারডেম হাসপাতালে গত ২০ বছর ধরে সিনিয়র মেডিকেল অফিসার পদে কর্মরত ছিলেন বাসুদেব সাহা। তিনি কাজ করতেন অবেদনবিদ (অ্যানেসথেসিওলজিস্ট) হিসেবে।
ডা. নিজামুল বলেন, “দুর্ঘটনায় পড়ার কিছুক্ষণ আগেই পরিবারসহ তোলা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন বাসুদেব সাহা। কিছুক্ষণ পরই দুর্ঘটনায় পৃথিবী থেকে বিদায় নিলেন।
“তার মৃত্যুতে বারডেমের সবাই খুব ভেঙে পড়েছে। স্বাভাবিক কাজকর্ম করতে পারছেন না।”
বাসুদেব সাহা চট্টগ্রাম মেডিকেল কলেজের ৩১ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী বিএমএ চট্টগ্রাম শাখার মহাসচিব ডা. মোহাম্মদ ফয়সাল ইকবাল চৌধুরী এ ঘটনায় ফেইসবুকে একটি পোস্ট দেন।
সেখানে তিনি লিখেন, “আজকে এই দুর্ঘটনার সংবাদ পাওয়ার পর বার বার এসব স্মৃতির কথা মনে পড়ছে আর বুকটা ফেটে যাচ্ছে। পরম করুণাময় যেন সহযোদ্ধা বাসুকে পরপারে ভাল রাখেন এই প্রার্থনা করি।”
পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ফয়সাল ইকবাল চৌধুরী বলেন, “পরিবারসহ একটি ছবি ফেরিতে তোলা হয়েছিল। দুর্ঘটনার আগে সেটা ফেসবুক ওয়ালে পোস্ট করেন বাসুদেব।
“দুর্ঘটনার খবরটি টেলিভিশনে দেখছিলাম। তখনও জানতাম না গাড়িটা আমাদের বাসুর। সে আমাদের এক ব্যাচ পরের। আমি যখন ছাত্রলীগের সভাপতি ছিলাম সে আমার কমিটির ভাইস প্রেসিডেন্ট ছিল। খুব ভালো মানুষ ছিল আমাদের বাসু।”
ডা. বাসুদেব সাহার মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন, বিএমএ।
আরও পড়ুন
-
প্রাথমিকেই গান শিখবে শিশুরা, আড়াই হাজার শিক্ষক পদ হচ্ছে
-
জামালপুরে ছুরিকাঘাতে যুবক হত্যা, আসামি গ্রেপ্তার ঢাকায়
-
দেড় শতাধিক চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ৮
-
পর্যটনে সুবিধা হোক, সৌন্দর্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী
-
বঙ্গবন্ধু পরিবারের নাম ভাঙিয়ে প্রতারণা: দুজন গ্রেপ্তার
-
এবি ব্যাংকের অর্থ আত্মসাত: আগাম জামিন নিতে এসে এরশাদ কারাগারে
-
পি কে হালদারকে ফেরাতে ভারতের সহায়তা চাইল বাংলাদেশ
-
পি কে হালদারকে হস্তান্তর কবে? দোরাইস্বামীর উত্তর, ‘সময়মতো’
সর্বাধিক পঠিত
- ফেনীতে গাড়ি তল্লাশি নিয়ে র্যাব-পুলিশের ‘হাতাহাতি’, আহত ৪
- শেষ বেলার ২ উইকেটে এগিয়ে বাংলাদেশ
- ‘মাদ্রিদে আসছেন এমবাপে’ ঘোষণার অপেক্ষায় রিয়াল
- লিভারপুলের জয়ে শিরোপা লড়াই গড়াল শেষ রাউন্ডে
- শৃঙ্খলার ক্যানভাসে নিয়ন্ত্রণের তুলিতে আঁকা ইনিংস তামিমের
- ‘ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে থাকবে বিজয়’
- তাজরীন মালিক দেলোয়ার মৎস্যজীবী লীগের ঢাকার কমিটিতে শীর্ষ পদে
- মেদ ঝরাতে অস্ত্রোপচারে গিয়ে মৃত্যু হল অভিনেত্রীর
- বাংলাদেশ কী করে, আগ্রহ নিয়ে অপেক্ষায় লঙ্কান কোচ
- ‘শান্ত সুপার ট্যালেন্টেড, মুমিনুল ঘুরে দাঁড়াবে’