কাজী জাফর উল্লাহর ছোট ভাই একরাম উল্লাহর মৃত্যু

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ ও ইউজিসি চেয়ারম্যান কাজী শহীদুল্লাহর ছোট ভাই ব্যবসায়ী কাজী একরাম উল্লাহ মারা গেছেন।

নিজস্ব প্রতিবেদকও ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 May 2022, 12:36 PM
Updated : 14 May 2022, 12:36 PM

কিডনি, হৃদরোগসহ বিভিন্ন রোগ নিয়ে ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে তার মৃত্যু হয়। তিনি এক ছেলে, এক মেয়ে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সদস্য কাজী একরাম উল্লাহর (৬৭) মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা জানান, তার মরদেহ দেশে আনার পরে উপজেলার কাউলিবেড়া ইউনিয়নে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে। জানাযা ও দাফনের দিনক্ষণ পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত হবে।