ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মারামারি
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 14 May 2022 02:36 PM BdST Updated: 14 May 2022 02:36 PM BdST
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের দুই দল শিক্ষার্থীর মধ্যে মারামারি হয়েছে।
শনিবার সকালের এই মারামারিতে ফাহিম ও অনিম নামে ঢাকা কলেজের দুই শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
পূর্ব বিরোধের জের ধরে সকাল ১১টার দিকে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে এই মারামারি বাঁধে বলে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে।
পুলিশ বলছে, মারামারি বাঁধার পর শিক্ষকরা গিয়ে উভয় কলেজের শিক্ষার্থীদের সরিয়ে নিয়ে যায়। দুপুরের পর থেকে পরিস্থিতি শান্ত রয়েছে।
সায়েন্স ল্যাবরেটরির পেছনে সেন্ট্রাল রোডে ঢাকা আইডিয়াল কলেজের অবস্থান। আর ঢাকা কলেজ সায়েন্স ল্যাবরেটরির দক্ষিণ পাশে।
কলেজ দুটির উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা এই মারমারিতে জড়ায় বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়।
সাকিব নামে ঢাকা কলেজের এক শিক্ষার্থী জানান, বৃহস্পতিবার আইডিয়াল কলেজের এক শিক্ষার্থী তার মেয়ে বন্ধুকে সঙ্গে নিয়ে যাওয়ার সময় ঢাকা কলেজের শিক্ষার্থীরা ‘টিজ’ করে। তার জের ধরে এই মারামারি বাঁধে।
বেলা ১১টার দিকে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া শুরু হলে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ও কলেজের শিক্ষকরা গিয়ে হাজির হন সেখানে।
ঢাকা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক এ টি এম মইনুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটা ঠিক সংঘর্ষ নয়। দুই কলেজের শিক্ষার্থীরা ঝামেলায় জড়িয়ে পড়েছিল। পরে শিক্ষকরা গিয়ে তাদের সরিয়ে এনেছেন।”
নিউ মার্কেট থানার ওসি স ম কাইয়ুম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। শিক্ষার্থীরা রাস্তা ছেড়ে চলে গেছে।”
-
ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষ: সুপ্রিম কোর্টে নিরাপত্তা জোরদার
-
উন্নত জীবনের জন্যই ডেল্টা প্লান: প্রধানমন্ত্রী
-
ইন্টারকন্টিনেন্টালে প্রকৌশলীর মৃত্যুর ঘটনায় দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলা
-
রংপুরে ওয়াজেদ মিয়া হাইটেক পার্কের নির্মাণ কাজ শুরু
-
টিকে থাকুক ডিআরইউর ঐক্য: তথ্যমন্ত্রী
-
শাহ আজিজুল হকের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
-
অনিবন্ধিত ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার ৭২ ঘণ্টার মধ্যে বন্ধের নির্দেশ
-
হজের খরচ বাড়ল আরও ৫৯ হাজার টাকা
-
ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষ: সুপ্রিম কোর্টে নিরাপত্তা জোরদার
-
ইন্টারকন্টিনেন্টালে প্রকৌশলীর মৃত্যুর ঘটনায় দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলা
-
রংপুরে ওয়াজেদ মিয়া হাইটেক পার্কের নির্মাণ কাজ শুরু
-
উন্নত জীবনের জন্যই ডেল্টা প্লান: প্রধানমন্ত্রী
-
টিকে থাকুক ডিআরইউর ঐক্য: তথ্যমন্ত্রী
-
সুপ্রিম কোর্টে তথ্য সেল চেয়ে আইনজীবীর রিট
সর্বাধিক পঠিত
- শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
- রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- দেখিয়ে দিতে চান আজার
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- ৫ ট্রফি জয়ের কীর্তি গড়ে আবেগাপ্লুত মরিনিয়ো
- ‘ওয়ার্নের মতো সাকিব’, মুগ্ধ-অভিভূত ডোনাল্ড
- বাংলালিংকের বিরুদ্ধে মামলা তুলে নিল নগর বাউল ও মাইলস
- নিষেধাজ্ঞা তুলে নিলে ইউক্রেইন থেকে খাদ্যশস্য বের করতে দেয়া হবে: রাশিয়া
- ৮ কেজি সোনাসহ বিমানকর্মী আটক