উপজেলা, পৌরসভা ও ইউপিতে নৌকার প্রার্থী যারা

তিনটি উপজেলা, ছয়টি পৌরসভা এবং অষ্টম ধাপে ১৪০ ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 May 2022, 07:34 PM
Updated : 13 May 2022, 07:43 PM

শুক্রবার গণভবনে দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এসব প্রার্থিতা চূড়ান্ত করা হয়।

সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডেরও সভাপতি।

বৈঠক শেষে রাতে দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে নৌকা প্রতীকের জন্য দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থীদের নামের তালিকা জানানো হয়।

আগামী ১৫ জুন এসব নির্বাচন হওয়ার কথা রয়েছে; যা নতুন নির্বাচন কমিশনের অধীনে প্রথম ভোট। ওইদিন কুমিল্লা সিটি করপোরেশনেরও ভোট হওয়ার সূচি রয়েছে।

উপজেলা পরিষদ নির্বাচনে দিনাজপুর জেলার খানসামা উপজেলায় মো. সফিউল আযম চৌধুরী, সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলায় মঞ্জুর কাদির শাফি, খাগড়াছড়ি জেলার গুঁইমারা উপজেলায় মেমং মারমাকে মনোনয়ন দেয়া হয়েছে।

পৌরসভায় খুলনা বিভাগের মেহেরপুর সদর পৌরসভায় মো. মাহফুজুর রহমান (রিটন), ঝিনাইদহ পৌরসভায় মো. আব্দুল খালেক, গোপালগঞ্জ জেলার মুকসুদপুর পৌরসভায় মো. আতিকুর রহমান মিয়া, সিলেট জেলার বিয়ানীবাজার পৌরসভায় মো. আব্দুস শুকুর, রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি পৌরসভায় জমির হোসেনকে মনোনয়ন দেওয়া হয়েছে।

আর গোপালগঞ্জ সদর পৌরসভায় প্রার্থিতা উন্মুক্ত রাখার সিদ্ধান্ত এসেছে সভা থেকে।

এছাড়া সভায় অষ্টম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৪০ ইউপিদে নৌকা প্রতীকের দলীয় প্রার্থীও চূড়ান্ত করেছে বোর্ড।