উদ্ধার হলেও বাঁচলেন না বাসের চাকায় পিষ্ট যুবক
নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 12 May 2022 10:26 PM BdST Updated: 13 May 2022 12:01 AM BdST
রাজধানীর হানিফ ফ্লাইওভারে বাসের চাকায় পিষ্ট হয়ে পড়ে থাকা এক যুবককে উদ্ধারের পর তার মৃত্যু হয়েছে।

প্রতীকী ছবি
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ৭টা ৪০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন বলে জানান ওয়ারী থানার এসআই তাপস মণ্ডল।
তিনি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছেলেটি অফিস শেষে হয়ত সেই বাসটিতে উঠছিল, বা গেইটে ছিল। সেখান থেকে পড়ে গিয়ে ওই বাসেরই চাকার নিচে চলে যায়।”
দুর্ঘটনার পর চালক বাস রেখে পালিয়ে যান জানিয়ে তিনি বলেন, “ঠিকানা পরিবহনের বাসটি ছিল যাত্রাবাড়ীমুখী, আর যুবকটিকে উদ্ধার করা হয়েছে ঐ বাসের পেছনের চাকার নিচ থেকে।”
কিভাবে এ দুর্ঘটনা হয়েছে তদন্তের পর সে বিষয়ে বলা যাবে জানিয়ে এসআই বলেন, মুন্না এইচএসসি পরীক্ষা দিয়ে ঢাকায় এসে মতিঝিলের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার অপারেটর হিসাবে কাজ নেন। তার গ্রামের বাড়ি চাঁদপুর সদর থানা এলাকায়। বর্তমানে ঢাকার সানারপাড় এলাকায় থাকতেন।
তার সহকর্মী রফিকুল ইসলাম জানান, মুন্না অফিস শেষ করে বাসার উদ্দেশে বের হয়েছিলেন।
পুলিশ জানায়, মুন্নার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। চালককে আটকের চেষ্টা করা হচ্ছে।
-
হজে সঙ্গে নেওয়া যাবে ১২০০ ডলার
-
যুগ ধরে ফতুল্লায় ছিলেন জঙ্গি নেতা আব্দুল হাই: র্যাব
-
জনপ্রশাসনের সক্ষমতা বাড়াতে হার্ভার্ড কেনেডি স্কুলের সঙ্গে এমওইউ
-
রাষ্ট্রপতির সঙ্গে সুইডেনে নিযুক্ত দূতের সাক্ষাৎ
-
ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষ: সুপ্রিম কোর্টে নিরাপত্তা জোরদার
-
উন্নত জীবনের জন্যই ডেল্টা প্লান: প্রধানমন্ত্রী
-
হিজড়াদের ‘উপদ্রব’ প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ
-
ইন্টারকন্টিনেন্টালে প্রকৌশলীর মৃত্যুর ঘটনায় দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলা
-
হজে সঙ্গে নেওয়া যাবে ১২০০ ডলার
-
যুগ ধরে ফতুল্লায় ছিলেন জঙ্গি নেতা আব্দুল হাই: র্যাব
-
জনপ্রশাসনের সক্ষমতা বাড়াতে হার্ভার্ড কেনেডি স্কুলের সঙ্গে এমওইউ
-
রাষ্ট্রপতির সঙ্গে সুইডেনে নিযুক্ত দূতের সাক্ষাৎ
-
হিজড়াদের ‘উপদ্রব’ প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ
-
ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষ: সুপ্রিম কোর্টে নিরাপত্তা জোরদার
সর্বাধিক পঠিত
- শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
- ৫ ট্রফি জয়ের কীর্তি গড়ে আবেগাপ্লুত মরিনিয়ো
- দেখিয়ে দিতে চান আজার
- বাংলালিংকের বিরুদ্ধে মামলা তুলে নিল নগর বাউল ও মাইলস
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বাবার নামে বিদ্যুৎ বিল আসে ব্রাহ্মণবাড়িয়ায়
- ঢাবিতে ফের সংঘর্ষে ছাত্রলীগ-ছাত্রদল
- ৮ কেজি সোনাসহ বিমানকর্মী আটক