সোমবার সকালে তিনি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন তাকে স্বাগত জানান।
সফরের প্রথম দিনই গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ডেনিশ যুবরাজ্ঞী।
দুপুর রাজধানীর হোটেল লো মেরিডিয়ানে তার উপস্থিতিতে বাংলাদেশ ও ডেনমার্কের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে ডেনিশ রাজকুমারীকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন
সেখানে ডেনিশ মন্ত্রী মুলারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকও করেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন।
বিকালে কক্সবাজার যাবেন যুবরাজ্ঞী। মঙ্গলবার তার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাওয়ার কথা আছে।
বুধবার কক্সবাজার থেকে হেলিকপ্টারে করে সুন্দরবন এলাকায় যাবেন ক্রাউন প্রিন্সেস। সেখানে জলবায়ুর পরিবর্তনের বিরূপ প্রভাবে ক্ষতিগ্রস্ত মানুষের পাশাপাশি বন সংরক্ষকদের সঙ্গে কথা বলবেন তিনি।