‘ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণ’: যাত্রাবাড়ীতে বাবা, মা ও মেয়ে দগ্ধ

রাজধানীর যাত্রাবাড়ীতে ‘ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরিত হয়ে’ ঘরে আগুন লেগে এক পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 April 2022, 07:04 AM
Updated : 21 April 2022, 07:04 AM

বৃহস্পতিবার ভোরে মাতুয়াইল এলাকার একটি বাসায় ওই ঘটনার পর দগ্ধ তিনজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

দগ্ধ তিনজন হলেন- গৃহকর্তা আব্দুল করিম (৩০), তার স্ত্রী খাদিজা আক্তার (২৫) এবং তাদের দুই বছর বয়সী মেয়ে ফাতেমা। তাদের মধ্যে মা ও মেয়েকে রাখা হয়েছে আইসিইউতে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, “স্বজনরা যেটা বলেছেন, ওই বাসায় ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরিত হয়ে আগুন ধরে গেলে তারা দগ্ধ হয়।”

খাদিজার দেহের প্রায় ৯৫ শতাংশ, করিমের ৫৪ শতাংশ এবং ফাতেমার ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

আব্দুল করিমের খালাতো ভাই কামরান হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভোরে সেহরির জন্য ওরা খেতে উঠেছিল। খাবার গরম করার সময় হঠাৎ করে পাশে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরিত হয়। তাতে ঘরে আগুন ধরে যায়। আশপাশের লোকজন এসে আগুন নিভিয়ে তাদের হাসপাতালে নিয়ে আসে।”