পদ্মা সেতুতে যান চলবে জুনে: কাদের

চলতি বছরের জুনে পদ্মা সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 April 2022, 06:39 PM
Updated : 3 April 2022, 06:39 PM

রোববার রাতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রীকে উদ্ধৃত করে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের মূল সেতুর কাজের অগ্রগতি ৯৭ শতাংশ শেষ হয়েছে। নদীশাসন কাজের বাস্তব অগ্রগতি হয়েছে ৯০ দশমিক ৫০ শতাংশ।

আর প্রকল্পের সার্বিক অগ্রগতি শতকরা ৯২ ভাগ জানিয়ে সেতুমন্ত্রী বলেন, মূল সেতুর কার্পেটিং কাজ এগিয়েছে ৬৫ দশমিক ৬৮ শতাংশ।

সেতুমন্ত্রী জানিয়েছেন, গ্যাস পাইপ লাইন স্থাপন কাজও প্রায় শেষের পথে; শতকরা হারে ৯৯ শতাংশ। পাশাপাশি ৪০০ কেভিএ বিদ্যুৎ লাইন স্থাপন কাজের অগ্রগতি হয়েছে ৭৯ শতাংশ।