কাওসার আহমেদ চৌধুরী আর নেই

গীতিকার, জ্যোতিষ শাস্ত্রবিদ কাওসার আহমেদ চৌধুরী মারা গেছেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Feb 2022, 05:02 PM
Updated : 22 Feb 2022, 07:03 PM

ঢাকার গ্রিন রোডের একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত পৌনে ১০টায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭৫ বছর।

কাওসার চৌধুরীর ঘনিষ্ঠ এরশাদুল হক টিংকু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাতে মরদেহ গোসল করানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। সব প্রক্রিয়া শেষ করে আগামীকাল আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।”

চলতি ফেব্রুয়ারির শুরুতে করোনাভাইরাসে আক্রান্ত হলে কাওসার চৌধুরীকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়েছিল। পরে গ্রিন রোডের ধানমণ্ডি ক্লিনিকে স্থানান্তর করা হয়।

কয়েক বছর ধরে কিডনি ও স্নায়ুজনিত জটিলতায় ভুগছিলেন কাওসার চৌধুরী, এছাড়া দুইবার তার স্ট্রোকও হয়েছিল।

জনপ্রিয় অনেক আধুনিক গানের গীতিকার কাওসার চৌধুরী। গানের মধ্যে রয়েছে- আমায় ডেকো না, যেখানে সীমান্ত তোমার, আজ এই বৃষ্টির কান্না দেখে, কবিতা পড়ার প্রহর এসেছে, এই রুপালি গিটার ফেলে, এক ঝাঁক প্রজাপতি ছিলাম আমরা, মৌসুমী, এলোমেলো বাতাসে।

গান লেখার পাশাপাশি জ্যোতিষশাস্ত্রবিদ হিসেবেও জনপ্রিয় ছিলেন।