ইভিএমে ধীর গতি সমাধানে কারিগরি দলের সঙ্গে বসবে ইসি: সচিব

ষষ্ঠ ধাপে সুষ্ঠু ও সুন্দরভাবে ভোট শেষ হয়েছে জানিয়ে নির্বাচন কমিশন সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার বলেছেন, ইভিএমে ধীর গতির সমস্যা সমাধানে আগামী সপ্তাহে ইসির কারিগরি টিমের সঙ্গে বৈঠক হবে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Jan 2022, 02:43 PM
Updated : 31 Jan 2022, 02:43 PM

সোমবার ভোট শেষে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

এদিন ২১৮টি ইউপিতে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত ভোট হয়।

এ ধাপে ২১৬টি ইউপিতে ইভিএমে ভোট হয়। অনেক এলাকায় ভোট দিতে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে ভোটারদের, আঙ্গুলের ছাপ না মেলায় বিলম্ব হওয়ার অভিযোগও রয়েছে।

ইসি সচিব জানান, নির্বাচনের আগে কিভাবে ইভিএমে ভোট দিতে হয় তা দেখিয়ে দিতে ‘মক ভোটিং’ হয়। প্রত্যাশা থাকে ভোটাররা আসবেন।

“কিন্তু তাদের অনেকে মক ভোটিংয়ে আসেন না। ভোটের দিন অনেককে বোঝাতে সময় লেগে যায়। ফলে বাইরে দীর্ঘ লাইন হয়। এ কারণে অনেক মা হয়তো ভোট না দিয়েই ফেরত চলে যান।”

ভোটের দিনে এ ধীরগতির সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

সচিব বলেন, “আমরা মাঠ পর্যায়ের নির্বাচন কর্মকর্তাদের মতামত চেয়েছি। এছাড়া কারিগরি কমিটির সঙ্গে এক সপ্তাহের মধ্যেই বৈঠকে বসব। কীভাবে ইভিএমে ভোটগ্রহণের গতি বাড়ানো যায় তা আলোচনা হবে।”

সোমবারের ভোটের বিষয়ে সচিব জানান, মাঠ পর্যায়ের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে কোনো অপ্রীতিকর খবর পাওয়া যায়নি। কোনো কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়নি। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে।

সংবাদ সম্মেলনে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, যুগ্মসচিব ফরহাদ আহাম্মদ খান ও জনসংযোগ পরিচালক যুগ্মসচিব এসএম আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।

কে এম নূরুল হুদা নেতৃত্বাধীন ইসির অধীনে সপ্তম ধাপে ১৩৮ ইউপির ভোট রয়েছে ৭ ফেব্রুয়ারি।

এ কমিশন ১৪ ফেব্রুয়ারি বিদায় নেওয়ার আগে সেটিই শেষ ভোট হবে বলে মনে করা হচ্ছে।