৭টি চোরাই মোটরসাইকেলসহ দুজন গ্রেপ্তার

রাজধানীর তুরাগ থেকে সাতটি চোরাই মোটরসাইকেলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তরা বিভাগ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Jan 2022, 06:42 AM
Updated : 28 Jan 2022, 06:42 AM

ফাইল ছবি

গ্রেপ্তার দুজন হলেন মিলন বীর ও মো. রিপন মিয়া। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তরা বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার হাবিবুর রহমান জানান, বৃহস্পতিবার রাতে তুরাগের ধউর বাঁধে জসিম মিয়ার গ্যারেজের পাশে ফাঁকা জায়গা থেকে চোরাই মোটরসাইকেলসহ ওই দুজনকে গ্রেপ্তার করা হয়।

“পুলিশের উপস্থিতি বুঝতে পেরে কয়েকজন পালিয়ে গেলেও ধরা পড়ে মিলন ও রিপন। সাতটি মোটরসাইকেলের কোনো বৈধ কাগজ তারা দেখাতে পারেনি।”

মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫৯

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ৫৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও গোয়েন্দা বিভাগ।

মহানগর পুলিশের সহকারী কমিশনার আবু তালেব শুক্রবার জানান, গত ২৪ ঘণ্টায় মাদকবিরোধী অভিযানে তাদেরকে গ্রেপ্তার করার সময় ৬ হাজার ৫৭২টি ইয়াবা, ১৬৫ পুরিয়া হেরোইন ও গাঁজা এবং ১৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ৫৯ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৫টি মামলা করা হয়েছে বলেও জানান তিনি।