বিমানকর্মীকে টাকা দিয়েও রক্ষা হল না, ৩০ সোনার বারসহ ধরা

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সাড়ে তিন কেজি ওজনের ৩০টি সোনার বারসহ এক যাত্রী এবং এক নিরাপত্তাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Jan 2022, 04:00 PM
Updated : 27 Jan 2022, 04:07 PM

গ্রেপ্তার যাত্রীর নাম কামাল উদ্দীন, বাড়ি ফেনী জেলায়। বিমানের একটি ফ্লাইটে বৃহস্পতিবার বিকালে সৌদি আরবের রিয়াদ থেকে তিনি ঢাকা পৌঁছান।

আর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিরাপত্তাকর্মী ইব্রাহীম খলিলের বাড়ী নোয়াখালী। কামালকে বিমানবন্দর থেকে ঝামেলা ছাড়া বের করে নেওয়ার ‘দায়িত্ব নিয়েছিলেন’ তিনি।

আর্মড পুলিশ ব্যাটলিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক সাংবাদিকদের জানান, বিকাল সাড়ে ৩টার দিকে বিমানের ওই ফ্লাইট শাহজালালে নামে।

“এ সময় ইব্রাহীম খলিলকে ইতস্তত সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয়। পরে তার দেহ তল্লাশী চালিয়ে ৩০টি স্বর্ণবার পাওয়া যায় “

পরে তার দেওয়া তথ্য অনুযায়ী কামাল উদ্দীনকে গ্রেপ্তার করা হয় জানিয়ে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, “কামালকে বিমানবন্দর পার করে দেওয়ার জন্য প্রতিটি সোনার বারে সাড়ে ৬ হাজার টাকা নিয়েছিল খলিল।”

তাদের দুজনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে বলে জানান আর্মড পুলিশ ব্যাটলিয়নের কর্মকর্তা জিয়াউল হক।