‘ভুয়া পরিচয়ে’ তদবির করে পুলিশের হাতে ধরা
জ্যেষ্ঠ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Jan 2022 05:10 PM BdST Updated: 27 Jan 2022 05:10 PM BdST
-
গ্রেপ্তার চন্দ্র শেখর মিস্ত্রি
প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিফ কম্পট্রোলার পরিচয়ে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে ছাত্র ভর্তির তদবির করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছেন এক ব্যক্তি।
তেজগাঁওয়ের নাজনীনবাগ এলাকা থেকে বুধবার চন্দ্র শেখর মিস্ত্রি (৪২) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে জানান মোহাম্মদপুর থানার ওসি আব্দুল লতিফ।
তিনি জানান, গত ২০ জানুয়ারি প্রধানমন্ত্রী কার্যালয়ের চিফ কম্পট্রোলার পরিচয় দিয়ে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের অধ্যক্ষকে ফোন করে ‘ভাগ্নেকে’ ভর্তির জন্য তদবির করেন চন্দ্র শেখর।
ওসি বলেন, “সিট খালি হলে ভর্তির বিষয়টি দেখবেন বলে জানান অধ্যক্ষ। কিন্তু তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের ক্ষমতা দেখিয়ে তিন-চারদিন ধরে বারবার ফোন করে ভর্তির জন্য অধ্যক্ষকে চাপ দিতে থাকেন।
“তার কথায় অধ্যক্ষের সন্দেহ হলে খোঁজ নিয়ে জানতে পারেন চন্দ্র শেখর ভুয়া পরিচয় দিচ্ছেন। পরে কলেজের পক্ষ থেকে অভিযোগ আসলে অনুসন্ধান করে নিশ্চিত হওয়া যায় ওই ব্যক্তি একজন প্রতারক।”
তার কাছে বিভিন্ন ব্যক্তির চাকরির আবেদন, বদলির আবেদন, বিভিন্ন সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তার সিল, ব্যাংকের চেক বই এবং ডেবিট কার্ডা পাওয়া গেছে।
এর আগেও প্রতারণা করতে গিয়ে তিনি গ্রেপ্তার হয়েছিলেন জানিয়ে ওসি বলেন, “যার নাম পরিচয় দিয়ে চন্দ্র শেখর প্রতারণা করত তার ব্যাপারে খোঁজ নিয়ে কণ্ঠ নকল করে তদবিরের জন্য ফোন করত।”
গ্রেপ্তার চন্দ্র শেখরকে বৃহস্পতিবার পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
-
ভারত-বাংলাদেশ ট্রেন চালু হচ্ছে ২৬ মাস পর
-
বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ শুরু শুক্রবার
-
প্রশ্নপত্র ফাঁস: মাউশির অফিস সহকারী নিয়োগ পরীক্ষা বাতিল
-
বৃষ্টির আভাস, তাপদাহও কমে আসছে
-
ক্রেডিট কার্ড থেকে গ্রাহকের টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ২
-
‘ইতিহাস ছিল ঠোঁটস্থ, বিশ্লেষণই ছিল স্বকীয়তা’
-
ভূমি সংস্কারে নতুন আইন, জমি রাখা যাবে ৬০ বিঘা
-
কমলাপুর স্টেশন ম্যানেজারের চুরি যাওয়া ফোন উদ্ধার, গ্রেপ্তার ৩
সর্বাধিক পঠিত
- ‘পোশাকে আপত্তি তুলে’ তরুণী লাঞ্ছিত নরসিংদী স্টেশনে
- ভূমি সংস্কারে নতুন আইন, জমি রাখা যাবে ৬০ বিঘা
- একুশের গানের রচয়িতা আবদুল গাফফার চৌধুরীর চিরবিদায়
- তাইজুলের দারুণ লড়াইয়ের পরও ড্র চট্টগ্রাম টেস্ট
- কুমিল্লার সাক্কুকে বিএনপি থেকে ‘চিরতরে’ বহিষ্কার
- বেনজেমা ফেরায় জায়গা হলো না জিরুদের
- অবশেষে নায়ক কোহলি, টিকে রইল বেঙ্গালোর
- লিটন ও তামিম যদি পরপর আউট না হতেন…
- ফাইনালের একাদশ ঠিক করে ফেলেছেন আনচেলত্তি
- ‘দল আমার কাছে অনেক কিছু চায়, আমাকে মূল্যবান মনে করে’