কিশোরকে চাপা দেওয়া সেই ২ বাসচালক রিমান্ডে

রাজধানীর মগবাজার মোড়ে আজমেরী গ্লোরি লিমিটেডের দুই বাসের রেষারেষিতে পিষ্ট হয়ে নিহত কিশোরের মৃত্যুর মামলায় দুই বাসচালককে জিজ্ঞাসাবাদের জন্য দুদিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছেন ঢাকার এক মহানগর হাকিম।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Jan 2022, 05:24 PM
Updated : 26 Jan 2022, 05:24 PM

দুই বাসচালক হলেন- মো. মনির হোসেন ও মো. ইমরান।

বুধবার রমনা মডেল থানার উপপরিদর্শক আবুল খায়ের দুই আসামিকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ডের আবেদন করেন।

তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মমহানগর হাকিম মোশাররফ হোসেনের আদালত দুদিনের রিমান্ডের আদেশ দেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রহমান জানান।

এর আগে গত মঙ্গলবার রাজধানীর পল্টন ও মুন্সিগঞ্জের শ্রীনগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র‌্যাব।

গত ২০ জানুয়ারি বিকালে মগবাজার মোড়ে আজমেরী গ্লোরী পরিবহনের দুই চালকের প্রতিযোগিতায় বাসের চাপায় পিষ্ট হয়ে মো. রাকিব (১৪) নামে এক কিশোর নিহত হন।

বাস দুটি মগবাজার মোড়ে এসে সমান্তরালভাবে এগোতে থাকে। এ সময় বেপরোয়া বাস দুটির মাঝখানে পড়ে গাড়ির চাপায় পিষ্ট হন রাকিব।

গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিক‌্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় রাকিবের বাবা নুরুল ইসলাম ওই দিন রাতেই রমনা থানায় সড়ক দুর্ঘটনা আইনে মামলা করেন।