কিশোরকে চাপা: পাল্লা দেওয়া একটি বাস চালাচ্ছিল ‘হেলপার’
জ্যেষ্ঠ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Jan 2022 05:55 PM BdST Updated: 26 Jan 2022 05:55 PM BdST
ঢাকার মগবাজারে গত সপ্তাহে আজমেরী গ্লোরী পরিব্হনের যে দুই বাসের পাল্লার মাঝে পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছিল, তার একটি চালাচ্ছিলেন চালকের সহকারী।
ওই দুই বাসের মধ্যে একটির চালক এবং অন্যটির চালকের সহকারীকে গ্রেপ্তারের পর বুধবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি বলেন, গত বৃহস্পতিবার রাকিব নামে ১৪ বছরের কিশোরকে চাপা দেওয়া আজমেরী গ্লোরী পরিব্হনের দুটি বাসের একটি চালাচ্ছিলেন চালকের সহকারী মো. মনির হোসেন (২৭)।
মনিরকে মঙ্গলবার রাতে ঢাকার পল্টন এলাকা থেকে এবং অন্য বাসের চালক মো. ইমরানকে (৩৪) মুন্সীগঞ্জ থেকে গ্রেপ্তার করার কথা জানানো হয় সংবাদ সম্মেলনে।
খন্দকার আল মঈন বলেন, “সদরঘাট থেকে গাজীপুরের চন্দ্রা যাওয়ার পথে গুলিস্তানে এসে মনিরকে বাসটি চালাতে দেন মূল চালক সুমন। পরে মগবাজারে অন্য বাসের সঙ্গে পাল্লা দিয়ে চলার সময় ওই কিশোরকে চাপা দিয়ে যায়।”
মনিরের বাড়ি ভোলায়। পাঁচ বছর মধ্যপ্রাচ্যে থাকার পর তিন মাস আগে তিনি দেশে আসেন। কাজের খোঁজে ঢাকায় আসেন দেড় মাস আগে।
“এক মাস আগে আজমেরী গ্লোরী বাসের চালকের সঙ্গে দৈনিক ৪০০ থেকে ৫০০ টাকা মজুরিতে হেলপারের কাজ নেন। মাঝেমধ্যে বাসটি চালাতেন তিনি,” বলেন র্যাব কর্মকর্তা মঈন।
মনিরকে জিজ্ঞাসাবাদের বরাতে র্যাব জানায়, মগবাজার মোড়ের সিগন্যাল ছেড়ে দিলে পরবর্তী স্টপেজে যাওয়ার জন্য দ্রুত বাসটি চালাচ্ছিলেন মনির। কারণ আগে পৌঁছাতে পারলে পরের স্টপেজে বেশি যাত্রী তোলা যাবে।
অন্যদিকে গ্রেপ্তার ইমরানকে জিজ্ঞাসাবাদের বরাতে র্যাব কমান্ডার মঈন বলেন, “সে ১০ থেকে ১২ বছর ধরে আজমেরী কোম্পানির বাস চালাচ্ছে। দুর্ঘটনায় পড়া বাসটি দুই বছর ধরে চালিয়ে আসছে। সেও হেলপার ছিল, তিন বছর আগে ড্রাইভিং লাইসেন্স করেছে।”
মালিকের কাছ থেকে দৈনিক ৩ হাজার ৫০০ টাকা জমার শর্তে বাসটি চালিয়ে আসছিলেন ইমরান। তার বিরুদ্ধে গত বছর কুমিল্লার দাউদকান্দি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে জানান র্যাব কর্মকর্তা মঈন।
বৃহস্পতিবার সন্ধ্যায় দুটি বাসের মাঝে চাপা পড়ার পর কিশোর রাকিবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওই ঘটনায় সড়ক ও পরিবহন আইন ২০১৮ এর ৯৮ ও ১০৫ ধারায় রমনা মডেল থানায় একটি মামলা করেন রাকিবের পরিবারের সদস্যরা।
আরও খবর:
-
কতটা সেবা দিতে পারছে বিআরটিসি?
-
আমাকে ‘বুড়া’ ডেকেছিল: ঢাবির পঞ্চাশোর্ধ ভর্তি পরীক্ষার্থী বেলায়েত
-
রায়ের পর নির্যাতিত সেই তরুণীকে ফেরত পাঠালো ভারত
-
জন্মদিনে শুভেচ্ছাসিক্ত রদওয়ান
-
ওয়াশিংটনে নানা বৈঠকে পররাষ্ট্রের সংসদীয় কমিটি
-
স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
-
সিলেটবাসী ভাসছে বন্যায়, পরিস্থিতির উন্নতির আভাস
-
বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা মেরামতে জোর শেখ হাসিনার
-
কতটা সেবা দিতে পারছে বিআরটিসি?
-
রায়ের পর বেঙ্গালুরুতে নির্যাতিত সেই তরুণীকে ফেরত পাঠালো ভারত
-
আমাকে ‘বুড়া’ ডেকেছিল: ঢাবির পঞ্চাশোর্ধ ভর্তি পরীক্ষার্থী বেলায়েত
-
মালদ্বীপে বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন বাংলাদেশিরা
-
ডিজিটাল নিরাপত্তা আইন: তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার না করার নির্দেশ
-
বেঙ্গালুরুতে তরুণীকে নির্যাতন: হৃদয় বাবুসহ ১১ বাংলাদেশি দণ্ডিত
সর্বাধিক পঠিত
- রিজার্ভ আবার ৪২ বিলিয়ন ডলার ছাড়াল
- কানের গালিচায় নগ্ন হয়ে প্রতিবাদ
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
- বেঙ্গালুরুতে তরুণীকে নির্যাতন: হৃদয় বাবুসহ ১১ বাংলাদেশি দণ্ডিত
- বিদ্যুতের তার ছিঁড়ে ভ্যানে, প্রাণ গেল ২ জনের
- ‘ব্রাজিলের বিশ্বকাপ না জেতাটা হবে ব্যর্থতা’
- অবশিষ্ট যোদ্ধাদের আত্মসমর্পণ, শেষ হল ইস্পাত কারখানার অবরোধ
- শেষ হচ্ছে দি মারিয়ার পিএসজি অধ্যায়
- রিয়ালে যাচ্ছেন না এমবাপে, থাকছেন পিএসজিতেই!