ওই ভবনের ১৯ তলায় 'ডেটাসফট সিস্টেমস লিমিটেড' নামের একটি কোম্পানিতে কাজ করতেন তিনি।
দুই চালকের একজনের নাম মনির হোসেন এবং অন্যজনের নাম ইমরান হোসেন।
এ বিষয়ে বিস্তারিত বুধবার সংবাদ সম্মেলন করে জানান হবে বলে র্যাব জানিয়েছে।
‘আজমেরি গ্লোরী’ পরিবহনের দুটি বাসের প্রতিযোগিতায় গত ২০ জানুয়ারি নিহত হয়েছিলেন রাকিব (১৪) নামে ওই কিশোর।
পেয়ারাবাগ এলাকায় থেকে রাকিব ঘুরে ঘুরে মাস্ক বিক্রি করতেন।
ঘটনার পরপরই দুই বাসের চালক বাগুলো রেখে পালিয়ে যায়। পরে পুলিশ বাস দুইটি জব্দ করে। এই ঘটনায় একটি মামলাও হয়েছে।