স্বামী হত্যার দায়ে মিটফোর্ডকর্মীর যাবজ্জীবন
আদালত প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Jan 2022 07:17 PM BdST Updated: 25 Jan 2022 07:58 PM BdST
স্বামীকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাভোগ করতে হবে ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের এক কর্মচারীকে।

প্রতীকী ছবি
এক দশক আগে যুক্তরাষ্ট্র থেকে ফেরার পরপরই খুন হয়েছিলেন তার স্বামী সাঈদ হাসান বাদল।
সেই মামলার রায়ে মঙ্গলবার ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক জেসমিন আরা বেগম রায় দেন।
রায়ে শেফালীর সঙ্গে তার দুই স্বজন নয়ন ও আক্কাস বেপারীরও যাবজ্জীবন সাজা হয়েছে। সেই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রায়ের সময় তিনজনই আদালতের কাঠগড়ায় ছিলেন। পরে তাদের কারাগারে নেওয়া হয় বলে ট্রাইব্যুনালের পেশকার মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
বাদলও এক সময় মিটফোর্ড হাসপাতালে চাকরি করতেন। ১৯৯২ সাল থেকে ২০০৮ সালের ২ নভেম্বর পর্যন্ত মিটফোর্ড হাসপাতালের অ্যাকাউন্টস সেকশনে অফিস সহকারী ছিলেন তিনি।
তখনই তার সঙ্গে শেফালীর ঘনিষ্ঠতার পর ১৯৯৯ সালে দুজন বিয়ে করেন। তাদের ঘরে একটি মেয়েও আসে।
২০০৮ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান বাদল। সেখান থেকেই তিনি মেয়ের যাবতীয় খরচ বহন করতেন।
তবে এর মধ্যেই স্ত্রীর সঙ্গে বাদলের সম্পর্কের অবনতি ঘটে বলে মামলা সূত্রে জানা গেছে। যার জের ধরে ঘটে হত্যাকাণ্ড।
মামলার বিবরণিতে বলা হয়, ২০১২ সালের ১ জানুয়ারি বাদল দেশে ফিরলে তাকে আনতে বিমানবন্দরে গিয়েছিলেন তার ভাই জাহিদ হাসান। শেফালীও গিয়েছিলেন বিমানবন্দরে।
সেদিন জাহিদের গাড়িতে করে তারা মিটফোর্ডে গিয়েছিলেন। জাহিদকে হাসপাতালে দাঁড় করিয়ে শেফালী স্বামী বাদলকে তার বাসায় নিয়ে যান। কিছুক্ষণ পর শেফালী বাইরে থাকা জাহিদকে জানান যে বাদল অসুস্থ, তাকে হাসপাতালে নিতে হবে।
এরপর অসুস্থ অবস্থায় বাদলকে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
তবে মৃত্যু নিয়ে সন্দেহ হলে বাদলের আরেক ভাই ডা. শহিদ হাসান কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন।
সেই মামলার তদন্তে বেরিয়ে আসে শেফালী অন্য আসামিদের সহযোগিতায় বাদলকে গলা টিপে হত্যা করেন।
২০১২ সালের ২৪ জুন তিন আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। ওই বছরের ৩০ অগাস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন সহকারী পাবলিক প্রসিকিউটর আব্দুল কাদের। বাদীর নিজস্ব আইনজীবী হিসেবে ফকরুল ইসলামও মামলা পরিচালনায় ছিলেন।
-
রাজনৈতিক শক্তি, আমলাতন্ত্র পুলিশের পরিবর্তন চাইবে না: শহীদুল
-
স্ত্রীর পাশে শায়িত হলেন গাফ্ফার চৌধুরী
-
গাফফার চৌধুরীকে সাংবাদিকদের শ্রদ্ধা
-
বাহরাইনে ছবির গল্পে-কথায় এক টুকরো বাংলাদেশ
-
প্রচার শুরু: মাঠ পর্যায়ে যাচ্ছেন সিইসি ও কমিশনাররা
-
শহীদ মিনারে শনিবার দুপুরে গাফফার চৌধুরীকে শ্রদ্ধা
-
শান্তি মিশনে নিহত ২ বাংলাদেশির জন্য ‘দ্যাগ হ্যামারশোল্ড’ পদক
-
কোভিডে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে গেছি: পিএসসি চেয়ারম্যান
সর্বাধিক পঠিত
- অবিশ্বাস্য পথচলা শেষে শিরোপা হাসি রিয়ালেরই
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- দুর্দান্ত কোর্তোয়া, অবিশ্বাস্য কোর্তোয়া
- এগিয়ে আসছে রুশ বাহিনী, পূর্বাঞ্চল ছাড়তে পারে ইউক্রেইনীয় সেনারা
- ‘৩০ বলে ৩০ রান থেকে ৫০ বলে ৯০ করে ফেলতে পারে বাটলার’
- ‘আর্জেন্টিনার জন্য প্রতিটি মিনিট, ম্যাচ গুরুত্বপূর্ণ’
- ‘ব্যালন ডি’অর জিততে মেসি-রোনালদো হও, নয়তো চ্যাম্পিয়ন্স লিগ জেতো’
- টিভি সূচি (শনিবার, ২৮ মে ২০২২)
- ইতিহাস গড়লেন আনচেলত্তি
- ইউক্রেইনের ‘শত্রু’ তালিকায় উঠল কিসিঞ্জারের নাম