বিটিআরসির কমিশনার শহীদুজ্জামান মারা গেছেন

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কমিশনার প্রকৌশলী এ কে এম শহীদুজ্জামান মারা গেছেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Jan 2022, 06:07 PM
Updated : 23 Jan 2022, 06:07 PM

এ কে এম শহীদুজ্জামান।

হৃদরোগে আক্রান্ত হয়ে রোববার রাত পৌনে ৯টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তার মৃত্যু হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বিটিআরসি স্পেকট্রাম বিভাগের উপ-পরিচালক মেহফুজ বিন খালেদ।

সোমবার সকাল ১১টায় বিটিআরসির প্রধান কার্যালয়ে তার জানাজা অনুষ্ঠিত হবে বলে জানান মেহফুজ।

বছিলা এলাকায় কবরস্থানে শহীদুজ্জামানকে দাফন করা হবে বলে বলে জানিয়েছেন তার শ্যালক আনোয়ারুল হক।

শহীদুজ্জামানের বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

আনোয়ারুল জানান, সন্ধ্যায় হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন শহীদুজ্জামান। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসরা তাকে মৃত ঘোষণা করেন।

গত বছর ১১ জানুয়ারি শহীদুজ্জামানকে তিন বছরের জন্য কমিশনার হিসেবে বিটিআরসিতে নিয়োগ দেওয়া হয়।

এর আগে তিনি বিটিআরসির লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

শহীদুজ্জামান বিটিআরসি অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ছাত্রলীগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডুয়েকা) সভাপতি ছিলেন।