তিনি আরও অভিযোগ করেছেন, বাংলাদেশ ব্যাংকের সিআইবি রিপোর্ট গোপন করে মনোনয়নের জন্য কাগজপত্র দাখিল করেছেন চুন্নু, যার জরুরি ভিত্তিতে তদন্ত হওয়া দরকার।
রোববার মন্ত্রিপরিষদ বিভাগকে উদ্ধৃত করে সরকারি এক তথ্য বিবরণীতে এ্ নিষেধাজ্ঞার কথা জানানো হয়।
এতে বলা হয়, “আগামীকাল ২৪ জানুয়ারি থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে- মন্ত্রিপরিষদ বিভাগ।”
দুই বছর আগে কোভিড-১৯ মহামারী শুরুর পর এমন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। তবে সংক্রমণ কমে এলে স্বাস্থ্যবিধি মেনে সচিবালয়ে ঢোকায় বারণ তুলে নেওয়া হয়।
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের দাপটে এখন আবার রোগীর সংখ্যা বাড়ছে। দিনে শনাক্ত রোগীর হার আবার ৩০ শতাংশ ছাড়িয়েছে, যা আগের রেকর্ড ৩২ শতাংশের কাছাকাছি।
সংক্রমণ মোকাবেলায় গত ১৩ জানুয়ারি থেকে ১১টি বিধি-নিষেধ আরোপ করেছে সরকার। এরপর স্কুল-কলেজও বন্ধ করে দেওয়া হয়েছে।