পুলিশ সপ্তাহ শুরু রোববার

করোনাভাইরাসের কারণে এক বছর বিরতির পর পুলিশ সপ্তাহ শুরু হচ্ছে রোববার।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Jan 2022, 07:39 PM
Updated : 22 Jan 2022, 07:42 PM

সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে পুলিশ সপ্তাহ ২০২২ উদ্বোধন করবেন।

প্রধানমন্ত্রী ভার্চুয়াল মাধ্যমে যুক্ত থেকে প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন।

‘দক্ষ পুলিশ, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে শুরু হতে যাওয়া পাঁচ দিনের এ পুলিশ সপ্তাহ ২৭ জানুযারি শেষ হবে।

সপ্তাহের প্রতিটি অনুষ্ঠান যথাযথ স্বাস্থ্যবিধি প্রতিপালনের মাধ্যমে অনুষ্ঠিত হবে বলে পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে অতিথিসহ সবাইকে ৭২ ঘন্টার মধ্যে কোভিড নেগেটিভ প্রতিবেদন সঙ্গে নেওয়ার জন্য বলা হয়েছে।

এবারের প্যারেডে অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেবেন পুলিশ সুপার মোঃ ছালেহ উদ্দিন। তার নেতৃত্বে বিভিন্ন কন্টিনজেন্টের পুলিশ সদস্যরা প্যারেডে অংশ নেবেন।

২০২১ সালে করোনাভাইরাসের কারণে পুলিশ সপ্তাহ পালিত হয়নি। এ কারণে ২০২০ সালের ১১৫ জনের সঙ্গে ২০২১ সালে ১১৫ জনসহ মোট ২৩০ পুলিশ সদস্যকে বিভিন্ন কৃতিত্বপূর্ণ কাজের জন্য এ বছর পদক দেওয়া হচ্ছে।

পদকের মধ্যে রয়েছে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম), বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা, রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম), রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা।

পুলিশ সপ্তাহ উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব এবং পুলিশের মহাপরিদর্শক পৃথক বাণী দিয়েছেন।

সপ্তাহজুড়ে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে রয়েছে- ঊর্ধ্বতন পুলিশ অফিসারদের উদ্দেশ্যে রাষ্ট্রপতির ভাষণ, ঊর্ধ্বতন পুলিশ অফিসারদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর, বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদ সচিব এবং আইজিপির সম্মেলনের কর্মসূচি রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

অস্ত্র ও মাদক উদ্ধারসহ বিভিন্ন বিষয়ে পুরস্কার বিতরণ, অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারদের সঙ্গে কর্মরত পুলিশ কর্মকর্তাদের পুনর্মিলনীর কর্মসূচি রয়েছে এবারের পুলিশ সপ্তাহে।