এবার বিপিএম-পিপিএম পাচ্ছেন ২৩০ পুলিশ সদস্য
জ্যেষ্ঠ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Jan 2022 12:31 AM BdST Updated: 21 Jan 2022 12:31 AM BdST
পুলিশে দক্ষতা এবং সাহসিকতার স্বীকৃতি হিসেবে ২০২০ ও ২০২১ সালের জন্য ২৩০ জন সদস্য বাংলাদেশ পুলিশ পদক, রাষ্ট্রপতি পুলিশ পদক, বাংলাদেশ পুলিশ পদক-সেবা ও রাষ্ট্রপতি পুলিশ পদক-সেবার জন্য মনোনীত হয়েছে।
বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে তাদের নাম প্রকাশ করা হয়।
২০২১ সালে সাহসিকতা ও বীবত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে ১৫ জন পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম), ২৫ জনকে রাষ্ট্রপতি পুলিশ পদক আর গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা, শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশসংনীয় অবদানের জন্য ২৫ জন রাষ্ট্রপতির পুলিশ পদক পিপিএম সেবা দেওয়া হচ্ছে।
২০২০ সালের জন্য ১৫ জন বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম), ২৫ জন রাষ্ট্রপতি পুলিশ পদক এবং ২৫ রাষ্ট্রপতির পুলিশ পদক পিপিএম সেবা পাচ্ছে।
মনোনীত পুলিশ সদস্যদের পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে পদক পরানো হবে।
করোনাভাইরাস মহামারীর কারণে ২০২১ সালে পুলিশ সপ্তাহ অনুষ্ঠিত হয়নি বলে গত বছর পদক দেওয়া হয়নি।
এবছর ২৩ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত রাজারবাগ পুলিশ লাইন মাঠে পুলিশ সপ্তাহ অনুষ্ঠিত হবে।
ওই অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পুরস্কারপ্রাপ্তদের পদক পরিয়ে দেবেন।
পুলিশ কর্মকর্তারা জানান, অন্যান্য বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদকপ্রাপ্তদের পদক পরিয়ে দিতেন। তবে মহামারীর কারণে এবার প্রধানমন্ত্রী ভার্চুয়ালি উপস্থিত থাকবেন এবং তার পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী পদক পরাবেন।
-
ভারত-বাংলাদেশ ট্রেন চালু হচ্ছে ২৬ মাস পর
-
বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ শুরু শুক্রবার
-
প্রশ্নপত্র ফাঁস: মাউশির অফিস সহকারী নিয়োগ পরীক্ষা বাতিল
-
বৃষ্টির আভাস, তাপদাহও কমে আসছে
-
ক্রেডিট কার্ড থেকে গ্রাহকের টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ২
-
‘ইতিহাস ছিল ঠোঁটস্থ, বিশ্লেষণই ছিল স্বকীয়তা’
-
ভূমি সংস্কারে নতুন আইন, জমি রাখা যাবে ৬০ বিঘা
-
কমলাপুর স্টেশন ম্যানেজারের চুরি যাওয়া ফোন উদ্ধার, গ্রেপ্তার ৩
সর্বাধিক পঠিত
- ‘পোশাকে আপত্তি তুলে’ তরুণী লাঞ্ছিত নরসিংদী স্টেশনে
- ভূমি সংস্কারে নতুন আইন, জমি রাখা যাবে ৬০ বিঘা
- একুশের গানের রচয়িতা আবদুল গাফফার চৌধুরীর চিরবিদায়
- তাইজুলের দারুণ লড়াইয়ের পরও ড্র চট্টগ্রাম টেস্ট
- কুমিল্লার সাক্কুকে বিএনপি থেকে ‘চিরতরে’ বহিষ্কার
- বেনজেমা ফেরায় জায়গা হলো না জিরুদের
- অবশেষে নায়ক কোহলি, টিকে রইল বেঙ্গালোর
- লিটন ও তামিম যদি পরপর আউট না হতেন…
- ফাইনালের একাদশ ঠিক করে ফেলেছেন আনচেলত্তি
- ‘দল আমার কাছে অনেক কিছু চায়, আমাকে মূল্যবান মনে করে’