দশ দিনে ৫ লাখ মাস্ক বিতরণ করবে ঢাকা উত্তর সিটি
জ্যেষ্ঠ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Jan 2022 11:13 PM BdST Updated: 21 Jan 2022 12:46 AM BdST
-
সিটির মেয়র মো. আতিকুল ইসলাম। ফাইল ছবি
করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় জনসচেতনতা বাড়াতে মাস্ক বিতরণের কর্মসূচি নেওয়া হয়েছে।
‘মাস্ক আমার, সুরক্ষা আমার’ শিরোনামে শনিবার থেকে ১০ দিনের এ কর্মসূচিতে এ সিটির ওয়ার্ড কাউন্সিলরদের মাধ্যমে প্রতিদিন ৫০ হাজার করে মাস্ক বিতরণ করা হবে।
সব মিলিয়ে দশ দিনে পাঁচ লাখ মাস্ক বিতরণ করা হবে বলে জানিয়েছেন উত্তর সিটির মেয়র মো. আতিকুল ইসলাম।
বৃহস্পতিবার এক ভার্চুয়াল সভায় তিনি বলেন, কর্মসূচি চলাকালে ৫৪টি সাধারণ ওয়ার্ড এবং ১৮টি সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলের মাধ্যমে এসব মাস্ক বিতরণ করা হবে।
“প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে শুরু হবে এই ক্যাম্পেইন। ডিএনসিসি এলাকার শপিংমল, বাসস্ট্যান্ড ও কাঁচাবাজারসহ জনসমাগমস্থলে এ ক্যাম্পেইন পরিচালিত হবে। এছাড়াও প্রতি শুক্রবার জুমার নামাজে আসা মুসল্লীদের মাঝেও মাস্ক বিতরণ করা হবে।”
মেয়র আতিকুল ইসলাম জানান, করোনাভাইরাস মহামারী শুরুর পর থেকে স্বাস্থ্য সুরক্ষা কার্যক্রমের আওতায় ২১ লাখ ১৬ হাজারের বেশি মাস্ক, এক লাখ ৩৩ হাজারের বেশি বোতল হ্যান্ড স্যানিটাইজার, ৫০ হাজার তিন স্তরবিশিষ্ট কাপড়ের মাস্ক, দুই হাজার বোতল তরল হ্যান্ডওয়াশ, ২ লাখ ৪০ হাজার সাবান বিতরণ করেছে উত্তর সিটি।
এ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান এবং কাউন্সিলররা সভায় অংশ নেন।
-
এইডিস মশা নিয়ন্ত্রণে ১৫ জুন থেকে অভিযান: মেয়র তাপস
-
মাঝ জ্যৈষ্ঠে তাপপ্রবাহ, জুনে মিলবে বর্ষার দেখা
-
সংসদের বাজেট অনুমোদন দিতে বসছে কমিশন সভা
-
বৃত্তির সফটওয়্যারের পাসওয়ার্ড দুই দিনের মধ্যে পরিবর্তনের নির্দেশ
-
ইভিএম: কারিগরি বিশেষজ্ঞদের মত নেবে ইসি
-
দেশে মাঙ্কিপক্সের খবর গুজব: বিএসএমএমইউ
-
শিক্ষক নিবন্ধন নিয়ে আর্থিক লেনদেন নয়: এনটিআরসিএ
-
বাড়ি ফেরার অনিশ্চয়তায় রোহিঙ্গারা অপরাধে যুক্ত হচ্ছে: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
- ‘মেসি-নেইমারদের সঙ্গেই থাকতে চেয়েছি’
- করুনারত্নের লড়াই, বাংলাদেশের শিকার ২ উইকেট
- নাম পদ্মা সেতুই হবে, উদ্বোধন ২৫ জুন
- ৫০০ ছুঁয়েও রেকর্ড গড়া হলো না মুশফিক-লিটন জুটির
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- কুমিল্লা সিটি নির্বাচন: ‘বিদ্রোহী’ ইমরানকে বোঝাতে বৈঠকে বসছেন আওয়ামী লীগ নেতারা
- পদ্মা সেতু: শরীয়তপুরবাসীর অপেক্ষা এখনই ফুরাচ্ছে না
- অনেক আফসোসে দিনটা ভালো হলো না বাংলাদেশের
- ওই সময় মাঠে থাকলে হার্ট অ্যাটাক হয়ে যেত: বিসিবি সভাপতি
- ১৯ ইউনিটের ৭ ঘণ্টা চেষ্টায় নিয়ন্ত্রণে স্কয়ারের আগুন