বাসের ‘পাল্লায়’ প্রাণ গেল মাস্ক বিক্রেতা কিশোরের

যাত্রী তোলার জন্য একই পরিবহনের তিনটি বাস নিজেদের মধ্যে পাল্লা দেওয়ার সময় রাজধানীর মগবাজারে দুই বাসের মাঝে পড়ে মাস্ক বিক্রেতা এক কিশোরের মৃত্যু হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Jan 2022, 02:19 PM
Updated : 20 Jan 2022, 02:49 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় মগবাজার মোড়ে গাজীপুরগামী ‘আজমেরী গ্লোরি’ পরিবহনের দুটি বাসের চাপায় মারা যান রাকিব (১৪)। পেয়ারাবাগ এলাকায় থেকে তিনি ঘুরে ঘুরে মাস্ক বিক্রি করতেন।

পুলিশের রমনা থানার এসআই  খায়রুল ইসলাম জানান, দুর্ঘটনার পর বাস দুটি আটক করা হলেও চালকসহ অন্য কর্মীরা পালিয়ে গেছেন।

তিনি বলেন, “গাজীপুরগামী আজমেরী গ্লোরি পরিবহনের তিনটি  বাস যাত্রী তোলার জন্য পাল্লা দিয়ে মগবাজার মোড় অতিক্রম করছিল। এসময় রাকিব দুটি বাসের মাঝে পড়ে গুরুতর আহত হন।”

তিনি জানান, কিশোর রাকিবকে সেখান থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান আরেক হকার হারুনুর রশীদ।

বিকেল পৌনে ৬টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে জানান এসআই খায়রুল ইসলাম।