নাশকতা: খালেদার উপদেষ্টা অধ্যাপক তাজমেরীর জামিন

নাশকতার মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক অধ্যাপক তাজমেরী এস এ ইসলামকে জামিন দিয়েছে আদালত।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Jan 2022, 03:47 PM
Updated : 18 Jan 2022, 03:47 PM

উত্তরা পশ্চিম থানার মামলায় ঢাকার মহানগর হাকিম মাহবুব আহমেদ মঙ্গলবার তাকে জামিন দেন বলে তার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার জানান।

১৩ জানুয়ারি অধ্যাপক তাজমেরীকে গ্রেপ্তার করে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আইনজীবী মাসুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উত্তরা পশ্চিম থানার এই নাশকতার মামলায় আদালতে তদন্ত প্রতিবেদন জমা না হওয়া পযর্ন্ত ২০১৮ সালের ২৬ নভেম্বর হাই কোর্ট তাকে আগাম জামিন দেয়।

নাশকতার অভিযোগে ২০১৮ সালের ২৩ সেপ্টেম্বর উত্তরা পশ্চিম থানায়  বিএনপি-জামায়াতের ১৩৩ জনকে আসামি করে মামলাটি হয়েছিল। গত বছরের সেপ্টেম্বরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযোগপত্র দেয়।

অভিযোগপত্রভুক্ত আসামির মধ্যে অধ্যাপক তাজমেরীর নাম থাকলেও তিনি আদালতে হাজির না হওয়ায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।