প্রতারণার এক মামলায় অভিযুক্ত রিজেন্টের সাহেদ
আদালত প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Jan 2022 04:53 PM BdST Updated: 18 Jan 2022 06:10 PM BdST
উত্তরা পশ্চিম থানায় একজন বালু ব্যবসায়ীর দায়ের করা প্রতারণার মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ও তার দুই সহযোগীর বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত।
ঢাকার মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী মঙ্গলবার তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণ শুরুর জন্য ১৫ ফেব্রুয়ারি দিন ঠিক করে দেন।
অভিযুক্ত অপর দুজন হলেন শিপন আলী ও মাসুদ পারভেজ। দণ্ডবিধির বিভিন্ন ধারায় প্রতারণা, বিশ্বাস ভঙ্গ, অর্থ্ আত্মসাত এবং হুমকির অভিযোগ আনা হয়েছে তাদের তিনজনের বিরুদ্ধে।
অভিযোগ গঠনের শুনানিতে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান। তাদের অব্যাহতির আবেদন নাকচ করে বিচারক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।
শুনানির সময় কাঠগড়ায় দাঁড়ানো সাহেদ ছিলেন নির্বাক, ভাবলেশহীন।
করোনাভাইরাস মহামারীর মধ্যে চিকিৎসার নামে প্রতারণা এবং পরীক্ষার নামে জালিয়াতির অভিযোগে গতবছর জুলাই মাসে রিজেন্ট হাসপাতাল বন্ধ করে দেয় র্যাব। ওই হাসপাতালের চেয়ারম্যান সাহেদের নানা দুর্নীতির তথ্য বেরিয়ে আসতে থাকে এরপর।
ওই বছর ১৫ জুলাই ভোরে সাতক্ষীরার দেবহাটা সীমান্ত থেকে সাহেদকে গ্রেপ্তার করা হয়। বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে দায়ের হয় কয়েক ডজন মামলা। তখনই ২০২০ সালের ২৩ জুলাই দক্ষিণখানের কাওলা মধ্যপাড়ার বালু ব্যবসায়ী এস এম শিপন এ মামলা দায়ের করেন।
মামলার এজাহারে বলা হয়, সাহেদের কোম্পানি রিজেন্ট কে সি এস এর ব্যবস্থাপক শিপন আলী উত্তরার ৬ নম্বর সেক্টরে ঢাকা-ময়মনসিংহ সড়কের পশ্চিম পাশে গ্রীন ভ্যালি নামের বালু সরবরাহের শোরুমে গিয়ে ৫০ লাখ সিফটি বালুর কার্যাদেশ দেন, যার দাম উনিশ কোটি ৭৫ লাখ টাকা। সে অনুযায়ী ২০১৯ সালের ২১ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত ৬১ লাখ টাকার বালু সরবরাহ করা হয়।
সরবরাহের পর বিল চাইলে শিপন ও পারভেজ নানা বাহানায় বাদীকে ‘ঘোরাতে’ থাকেন। এক পর্যায়ে মোহাম্মদ সাহেদ তাকে ‘ভয়ভীতি দেখিয়ে’ রিজেন্ট কে সি এস এর অফিস থেকে বের করে দেন।
রাষ্ট্রপক্ষে অভিযোগ গঠনের পক্ষে শুনানিতে ছিলেন সহকারী পালিক প্রসিকিউটর আজাদ রহমান। আর আসামিদের পক্ষে অব্যাহতির আবেদন শুনানি করেন এম দবির উদ্দিন।
সাহেদের বিরুদ্ধে এ পর্যন্ত ৩৫টি মামলা হয়েছে বলে আইনজীবী এম দবির উদ্দিন জানান। এর মধ্যে অবৈধ অস্ত্র রাখার দায়ে ঢাকার একটি মামলায় ২০২০ সালে সাহেদকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
পুরনো খবর
জাল নোটের মামলায় সাহেদ অভিযুক্ত
-
এইডিস মশা নিয়ন্ত্রণে ১৫ জুন থেকে অভিযান: মেয়র তাপস
-
মাঝ জ্যৈষ্ঠে তাপপ্রবাহ, জুনে মিলবে বর্ষার দেখা
-
সংসদের বাজেট অনুমোদন দিতে বসছে কমিশন সভা
-
বৃত্তির সফটওয়্যারের পাসওয়ার্ড দুই দিনের মধ্যে পরিবর্তনের নির্দেশ
-
ইভিএম: কারিগরি বিশেষজ্ঞদের মত নেবে ইসি
-
দেশে মাঙ্কিপক্সের খবর গুজব: বিএসএমএমইউ
-
শিক্ষক নিবন্ধন নিয়ে আর্থিক লেনদেন নয়: এনটিআরসিএ
-
বাড়ি ফেরার অনিশ্চয়তায় রোহিঙ্গারা অপরাধে যুক্ত হচ্ছে: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
- ‘মেসি-নেইমারদের সঙ্গেই থাকতে চেয়েছি’
- করুনারত্নের লড়াই, বাংলাদেশের শিকার ২ উইকেট
- নাম পদ্মা সেতুই হবে, উদ্বোধন ২৫ জুন
- ৫০০ ছুঁয়েও রেকর্ড গড়া হলো না মুশফিক-লিটন জুটির
- কুমিল্লা সিটি নির্বাচন: ‘বিদ্রোহী’ ইমরানকে বোঝাতে বৈঠকে বসছেন আওয়ামী লীগ নেতারা
- ওই সময় মাঠে থাকলে হার্ট অ্যাটাক হয়ে যেত: বিসিবি সভাপতি
- ১৯ ইউনিটের ৭ ঘণ্টা চেষ্টায় নিয়ন্ত্রণে স্কয়ারের আগুন
- লিটনকে জীবন দিয়ে আক্ষেপে পুড়ছে শ্রীলঙ্কা
- পদ্মা সেতু: শরীয়তপুরবাসীর অপেক্ষা এখনই ফুরাচ্ছে না
- অনেক আফসোসে দিনটা ভালো হলো না বাংলাদেশের