সরকারি ‘চাকরির লোভ দেখিয়ে’ প্রতারণা, গ্রেপ্তার ৩
নিজস্ব প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Jan 2022 04:12 PM BdST Updated: 17 Jan 2022 04:12 PM BdST
সরকারি চাকরির লোভ দেখিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ- সিআইডি।
এরা হলেন- হারুন অর-রশিদ (৩৬), সেকেন্দার আলী (৩৪) ও মাসুদ রানা।
পল্টন থানায় চার ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে রোববার প্রথমে কেরানীগঞ্জ থেকে হারুনকে ও বাকিদের মিরপুর-১৪ এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে ঢাকা মেট্রো সিআইডির অতিরিক্ত উপমহাপরিদর্শক ইমাম হোসেন জানান।
সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, হারুন এই প্রতারক চক্রের হোতা। এরা টাকা আত্মসাতের জন্য ভুয়া নিয়োগপত্র দিয়ে গ্যারান্টি হিসেবে ভুক্তভোগীদের কাছ থেকে ‘ব্ল্যাংক চেক’ ও ‘ব্ল্যাংক স্ট্যাম্প’ নিতেন।
তাদের কাছ থেকে বিভিন্ন সরকারি দপ্তরের চারটি ভুয়া নিয়োগপত্র, বিভিন্ন মন্ত্রণালয়ের তিনটি আবেদনপত্র, ভুক্তভোগীদের স্বাক্ষরিত বিভিন্ন ব্যাংকের ছয়টি ব্ল্যাংক চেক, ২৪টি ব্ল্যাংক স্ট্যাম্প, সরকারি চাকরির জন্য মন্ত্রীর সুপারিশকৃত ভুয়া ডিও লেটার ও বিভিন্ন ব্যক্তিদের ছবি ও অন্যান্য কাগজপত্র সম্বলিত বায়োডাটা উদ্ধার করা হয়।
ইমাম হোসেন বলেন, “যেসব চাকরিতে পদ কম থাকে তারা সেইসব চাকরি দেয়ার প্রলোভন দেখায়। কারণ ওই সব চাকরি হবার সম্ভাবনা খুবই কম। বেকার যুবকদের চাকরি অফার দিলে অনেকেই রাজি হয়। তারা তিন থেকে ৫ লাখ টাকা অগ্রিম নিয়ে নেয়। কাকতালীয়ভভাবে কখনো চাকরি হয়ে গেলে ১৫ থেকে ২০ লাখ টাকা পর্যন্ত নেয় চক্রটি।"
তিনি বলেন, চক্রটি ‘বদলি বাণিজ্যের সঙ্গে জড়িত। মানবিক কারণ দেখিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বদলিতে আগ্রহীদের জন্য তদবির করতো।
-
কতটা সেবা দিতে পারছে বিআরটিসি?
-
আমাকে ‘বুড়া’ ডেকেছিল: ঢাবির পঞ্চাশোর্ধ ভর্তি পরীক্ষার্থী বেলায়েত
-
রায়ের পর নির্যাতিত সেই তরুণীকে ফেরত পাঠালো ভারত
-
জন্মদিনে শুভেচ্ছাসিক্ত রদওয়ান
-
ওয়াশিংটনে নানা বৈঠকে পররাষ্ট্রের সংসদীয় কমিটি
-
স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
-
সিলেটবাসী ভাসছে বন্যায়, পরিস্থিতির উন্নতির আভাস
-
বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা মেরামতে জোর শেখ হাসিনার
-
কতটা সেবা দিতে পারছে বিআরটিসি?
-
রায়ের পর বেঙ্গালুরুতে নির্যাতিত সেই তরুণীকে ফেরত পাঠালো ভারত
-
আমাকে ‘বুড়া’ ডেকেছিল: ঢাবির পঞ্চাশোর্ধ ভর্তি পরীক্ষার্থী বেলায়েত
-
মালদ্বীপে বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন বাংলাদেশিরা
-
ডিজিটাল নিরাপত্তা আইন: তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার না করার নির্দেশ
-
বেঙ্গালুরুতে তরুণীকে নির্যাতন: হৃদয় বাবুসহ ১১ বাংলাদেশি দণ্ডিত
সর্বাধিক পঠিত
- রিজার্ভ আবার ৪২ বিলিয়ন ডলার ছাড়াল
- কানের গালিচায় নগ্ন হয়ে প্রতিবাদ
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
- বিদ্যুতের তার ছিঁড়ে ভ্যানে, প্রাণ গেল ২ জনের
- বেঙ্গালুরুতে তরুণীকে নির্যাতন: হৃদয় বাবুসহ ১১ বাংলাদেশি দণ্ডিত
- ‘ব্রাজিলের বিশ্বকাপ না জেতাটা হবে ব্যর্থতা’
- অবশিষ্ট যোদ্ধাদের আত্মসমর্পণ, শেষ হল ইস্পাত কারখানার অবরোধ
- শেষ হচ্ছে দি মারিয়ার পিএসজি অধ্যায়
- রিয়ালে যাচ্ছেন না এমবাপে, থাকছেন পিএসজিতেই!