রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ধন্যবাদ প্রস্তাব
সংসদ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Jan 2022 01:06 PM BdST Updated: 17 Jan 2022 01:06 PM BdST
-
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ রোববার বিকালে জাতীয় সংসদের ২০২২ সালের প্রথম অধিবেশনে ভাষণ দেন। ছবি: বঙ্গভবন
জাতীয় সংসদে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দেওয়া ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করা হয়েছে।
প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী সোমবার সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব তোলেন। তার এ প্রস্তাব সমর্থন করেন আওয়ামী লীগের সংসদ সদস্য শামসুল হক টুকু।
প্রস্তাবে প্রধান হুইপ বলেন, “বাংলাদেশ জাতীয় সংসদের এই অধিবেশনে সমবেত সদস্যবৃন্দ মহামান্য রাষ্ট্রপতি জনাব মো. আবদুল হামিদ কর্তৃক ২০২২ খ্রিস্টাব্দের ১৬ জানুয়ারি সংসদে প্রদত্ত তাহার ভাষণের জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করিতেছেন।”
ধর্মের নামে যেন স্থিতিশীলতা নষ্ট না হয়: রাষ্ট্রপতি
ধন্যবাদ প্রস্তাব তোলার পর সংসদে এর ওপর আলোচনা শুরু হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম প্রথমে বক্তব্য দেন।
রোববার একাদশ সংসদের ষোড়শ অধিবেশনের শুরুর দিন ভাষণ দেন রাষ্ট্রপতি।
সংবিধানের বিধান অনুযায়ী কোনো সংসদ গঠনের পর প্রথম অধিবেশন এবং বছরের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেন। ওই ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা শেষে সংসদ তা গ্রহণ করে।
-
যুদ্ধ-সংঘাত নয়, বাংলাদেশ শান্তি চায়: প্রধানমন্ত্রী
-
মেঘনায় সেলিমের বালু উত্তোলন বন্ধই থাকছে
-
দুবছর পর ঢাকা থেকে কলকাতার পথে মৈত্রী এক্সপ্রেস
-
রাজনৈতিক শক্তি, আমলাতন্ত্র পুলিশের পরিবর্তন চাইবে না: শহীদুল
-
স্ত্রীর পাশে শায়িত হলেন গাফ্ফার চৌধুরী
-
গাফফার চৌধুরীকে সাংবাদিকদের শ্রদ্ধা
-
বাহরাইনে ছবির গল্পে-কথায় এক টুকরো বাংলাদেশ
-
প্রচার শুরু: মাঠ পর্যায়ে যাচ্ছেন সিইসি ও কমিশনাররা
সর্বাধিক পঠিত
- অবিশ্বাস্য পথচলা শেষে শিরোপা হাসি রিয়ালেরই
- দুর্দান্ত কোর্তোয়া, অবিশ্বাস্য কোর্তোয়া
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- এগিয়ে আসছে রুশ বাহিনী, পূর্বাঞ্চল ছাড়তে পারে ইউক্রেইনীয় সেনারা
- ইতিহাস গড়লেন আনচেলত্তি
- ‘আর্জেন্টিনার জন্য প্রতিটি মিনিট, ম্যাচ গুরুত্বপূর্ণ’
- হেরাথের ক্যাম্পে ৩২ স্পিনার, নির্বাচকরা খুঁজবেন নতুন প্রতিভা
- ইউক্রেইনের ‘শত্রু’ তালিকায় উঠল কিসিঞ্জারের নাম
- চাপ ছিল, প্রলোভনও ছিল: মসিউর
- ‘৩০ বলে ৩০ রান থেকে ৫০ বলে ৯০ করে ফেলতে পারে বাটলার’