বাঙলা কলেজের নির্মাণাধীন ভবন থেকে উদ্ধার লাশ কৃষকের, গ্রেপ্তার ২
জ্যেষ্ঠ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Jan 2022 10:15 PM BdST Updated: 16 Jan 2022 10:28 PM BdST
রাজধানীর মিরপুরে সরকারি বাঙলা কলেজের নির্মাণাধীন ভবন থেকে উদ্ধার মরদেহ লালমনিরহাটের কৃষক রুবেল মিয়ার, যাকে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।
এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ভবনের তত্ত্বাবধায়ক জলিল (৫৩) এবং তার পরিচিত মান্নান (৩২) নামে দুজনকে গ্রেপ্তর করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) মিরপুর অঞ্চলের অতিরিক্ত উপ কমিশনার মো. সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার গভীর রাতে তাদের গাজীপুরের শ্রীপুর এবং রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করা হয়।
গত ১৩ জানুয়ারি রাতে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে মিরপুরে সরকারি বাঙলা কলেজের নির্মাণাধীন ১০ তলা ভবনের পঞ্চম তলা থেকে দারুস সালাম থানা পুলিশ ২৩ বছর বয়সের হাত পা বাঁধা এক যুবকের লাশ উদ্ধার করে।
পরে পকেটে পাওয়া মোবাইল ফোন নম্বরের সূত্র ধরে তার পরিচয় পাওয়া যায়।
নিহত রুবেল শারিরীকভাবে কিছুটা অসুস্থ ছিল জানিয়ে গোয়েন্দা কর্মকর্তা সাইফুল জানান, ঢাকায় সে কীভাবে এল, তা এখনও রহস্যজনক।
“তবে অসুস্থতার কারণে চিকিৎসক দেখাতে বা পরিবার থেকে দূরে থাকতে ঢাকায়ও আসতে পারে বলে আমরা ধারণা করছি।”
রোববার দুপুরে এ ঘটনায় গ্রেপ্তারের তথ্য জানিয়ে ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, “নির্মাণাধীন ওই ভবনের তত্ত্বাবধায়ক জলিল চোর সন্দেহে রুবেল মিয়াকে আটক করে এবং তার পরিচিত মান্নানের সহযোগিতায় পঞ্চম তলায় নিয়ে হাত পা বেঁধে শ্বাসরোধে হত্যা করে।”
মিরপুর বাঙলা কলেজের নির্মাণাধীন ভবনে মিলল লাশ
গ্রেপ্তারের পর জলিল পুলিশের কাছে দাবি করেছে, কিছুদিন আগে তার একটি মোবাইল ফোন চুরি হয়।
“এরপর গত ৯ জানুয়ারি ওই ভবনের সামনে এক যুবককে ঘোরাঘুরি করতে দেখে জলিলের চোর সন্দেহ হলে তাকে ধরে।”
গোয়েন্দা কর্মকর্তা সাইফুল জানান, রুবেল মিয়া গত ২ ডিসেম্বর বিয়ে করেন। ৫ ডিসেম্বর চুল কাটার কথা বলে লালমনিরহাটের বাড়ি থেকে বের হন। এরপর থেকে সে নিখোঁজ।
“তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। তবে তদন্তে তার সর্বশেষ অবস্থান বগুড়ায় পাওয়া যায় এবং সেখানে সে এক ডাক্তার দেখিয়েছে এর প্রমাণও মেলেছে।”
-
সহযোগিতার প্রস্তাব পশ্চিমাদের, বিবেচনার আশ্বাস সিইসির
-
দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চাই: শেখ হাসিনা
-
রূপসা রেলসেতু উদ্বোধনের অপেক্ষায়
-
প্রমত্তা পদ্মায় সেতু করাটাই ইতিহাস: প্রধানমন্ত্রী
-
গ্রামীণ টেলিকমকর্মীদের আইনজীবী বললেন, অর্থ পেয়েছি ফি হিসেবে
-
ভিসা অব্যাহতি চুক্তি হচ্ছে বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে
-
আইন হচ্ছে ‘পারিবারিক আদালত অধ্যাদেশ’
-
দুদকের নতুন ১২ কার্যালয় উদ্বোধন
সর্বাধিক পঠিত
- নাম বিভ্রাটে ছেড়ে দিয়ে বিয়ের আসর থেকে ফের গ্রেপ্তার
- ব্যাটিং হতাশার ফাঁকে সাকিব-সোহানের ক্যামিও
- এনামুলকে মনে ধরেছে ডমিঙ্গোর, তবে…
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার পর ম্যাচ পরিত্যক্ত
- রেকর্ড হারানো লারা অভিনন্দন জানালেন বুমরাহকে
- গ্রামীণ টেলিকমকর্মীদের আইনজীবী বললেন, অর্থ পেয়েছি ফি হিসেবে
- ‘পাওয়ারফুল’ সোহানকে নিয়ে ডমিঙ্গোর যে আশা
- এলোমেলো বোলিং, দিশাহীন ব্যাটিংয়ে বাংলাদেশের বড় হার
- নারায়ণগঞ্জে শিক্ষকের পিটুনিতে আহত দুই ছাত্রী হাসপাতালে