‘তৈমুর কাকার’ কথাও শুনব: আইভী
জ্যেষ্ঠ প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Jan 2022 10:10 PM BdST Updated: 16 Jan 2022 10:35 PM BdST
-
ক্যামেরার সামনে বিজয় চিহ্ন যখন নৌকার প্রার্থী সেলিনা হায়াৎ আইভী দেখাচ্ছিলেন, তখন ভোটের পূর্ণাঙ্গ ফল না এলেও তার বিজয় স্পষ্ট হয়ে উঠেছিল। ছবি: আসিফ মাহমুদ অভি
তৃতীয়বারের মতো মেয়র পদে জয় পেয়ে সেলিনা হায়াৎ আইভী দল-মতের ঊর্ধ্বে থেকেই নারায়ণগঞ্জের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী তৈমুর আলম খন্দকারের সঙ্গে আলোচনা করেও কাজ করার কথা বলেছেন তিনি।
রোববার ভোট শেষে রাত ৯টার পরে বিজয়োল্লাসের মধ্যে দেওভোগের নিজবাড়িতে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানান নৌকার আইভী।
আগামী দিনের করণীয় তুলে ধরতে গিয়ে তিনি বলেন, “আমাকে সুযোগ দিয়েছে কাজ করব, উন্নয়ন যেটা করছি সেটা করব। যেগুলো বলেছি, সেগুলো করব।
“এছাড়া তৈমুর কাকা যেগুলো বলেছে, সেটাও চিন্তাভাবনা করে তার সঙ্গে কথা বলে সে কাজগুলো করার চেষ্টা করব।”
ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “আগামী পাঁচ বছর আমি নারায়ণগঞ্জবাসীর জন্যে অক্লান্ত পরিশ্রম করতে চাই। জীবনের শেষ দিনটি পর্যন্ত তাদের উৎসর্গ করতে চাই। সব ধরনের বাধা বিপত্তি অতিক্রম করে আমি জনগণের জন্য কাজ করতে চাই।”
এ নিয়ে টানা তৃতীয়বার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র হতে চলেছেন আইভী। প্রথমবার নির্দলীয় নির্বাচন হলেও পরের দুবারই আওয়ামী লীগের প্রার্থী হয়ে ভোটে জিতলেন তিনি।
টানা তৃতীয় বারের মেয়র হওয়ার প্রতিক্রিয়ায় আইভী বলেন, “এ নারায়ণগঞ্জ আওয়ামী লীগের ঘাঁটি, বঙ্গবন্ধুর আওয়ামী লীগের জন্ম এ নারায়ণগঞ্জে। তার ধারবাহিকতা রক্ষা করতে পেরেছি বলে নিজেকে গর্বিত মনে করি।
“শেখ হাসিনার একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমি আজীবন এ দল করবো, জয় বাংলা বলবো। কিন্তু সব কিছুর ঊর্ধ্ব হয়ে আমি নারায়ণগঞ্জবাসীর সেবা করবো। দল-মতের উর্ধ্বে উঠে জনকল্যাণে কাজ করব।”

ভোটের পূর্ণাঙ্গ ফল তখনও আসেনি, তবে কী হচ্ছে, তার আঁচ পেয়েই রোববার সন্ধ্যার পর সেলিনা হায়াৎ আইভীর বাড়ির সামনে উল্লাস শুরু হয় তার সমর্থকদের। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে এবারও আওয়ামী লীগের প্রার্থী হন আগের দুই বার বিজয়ী আইভী। ছবি: আসিফ মাহমুদ অভি
তিনি বলেন, “কৃতজ্ঞতা জানাচ্ছি নেত্রীর প্রতি, যিনি আমাকে এ নৌকা তুলে দিয়েছেন; দলের প্রতি, যারা আস্থায় নিয়ে আমার সঙ্গে কাজ করেছেন। …দল আমার প্রতি আস্থা রেখেছে। নেত্রী আমাকে আস্থায় এনে নৌকা দিয়েছে, নারায়ণগঞ্জবাসী তাকে বিমুখ করেনি।“
স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা তৈমুর আলম খন্দকার ‘ভোট ইঞ্জিনিয়ারিংয়ের’ অভিযোগ তুলেছেন।
তার জবাবে আইভী বলেন, “এত মিডিয়া, আইনশৃঙ্খলা বাহিনী ছিল। ইঞ্জিনিয়ারিংটা কোথায় হল? আমি অভিযোগ করছিলাম, ভোট স্লো হচ্ছিল। যদি স্লো না হত তাহলে এক লাখ ভোটের ডিফারেন্স হত।
“কী ধরনের সূক্ষ্ম কারচুপি হয়েছে, আমি জানি না। দেশবাসী দেখেছে, মিডিয়া দেখেছে, নারায়ণগঞ্জবাসী দেখেছে; এখানে সুন্দর নির্বাচন হয়েছে। ভোট কাস্টিং দ্রুত হলে ভালো হত।”
এক প্রশ্নের জবাবে নৌকার প্রার্থী বলেন, “সব নির্বাচনই ছিল চ্যালেঞ্জিং; একেকটার একেক রকম ধরন ছিল। সবগুলো অতিক্রম করে জয়টা নিয়ে আসাটাই সাফল্য।
“তবে যত কিছু এখানে হয়েছে সবকিছুর মূলেই কিন্তু আমাদের এ জনশক্তি, জনস্রোত, জনসমর্থন। জনসমর্থন যদি না থাকত, তাহলে আমি নারায়ণগঞ্জে দাঁড়িয়ে থাকতে পারতাম না।“

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে টানা তৃতীয় বারের মতো মেয়র নির্বাচিত হলেন নৌকার প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। ছবি: আসিফ মাহমুদ অভি
প্রতিশ্রুতি রক্ষার জন্যই যে বারবার জয়ের মুখ দেখেছেন, সে কথাও বলতে ভোলেননি আইভী।
তার ভাষায়, “জনগণকে আস্থায় আনার জন্যে কখনও মিথ্যা বলিনি, অযথা আশ্বাস দিইনি। সবচেয়ে বড় কথা- মানুষকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছি, প্রতিবারই রিটার্ন করেছে।”
২০১১ সালে এ সিটি করপোরেশন যাত্রার পর এবার হলো তৃতীয় নির্বাচন। এর আগের দুই নির্বাচনেই মেয়র নির্বাচিত হন সেলিনা হায়াৎ আইভী, যিনি তার আগে আট বছর নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
সিটি করপোরেশন হওয়ার পর প্রথমবার ভোট হয়েছিল নির্দলীয় প্রতীকে। সেবার কেন্দ্রীয় নেতাদের আশীর্বাদপুষ্ট আওয়ামী লীগ নেতা শামীম ওসমানকে হারিয়ে নারায়ণগঞ্জ সিটির প্রথম মেয়র নির্বাচিত হন নারায়ণগঞ্জ পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান আলী আহমেদ চুনকার মেয়ে আইভী।
২০১৬ সালের নির্বাচনে ভোট হয় দলীয় প্রতীকে। সেবার আওয়ামী লীগের নৌকা নিয়েই আইভী প্রতিদ্বন্দ্বিতা করেন। বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খানকে তিনি হারান পৌনে ১ লাখ ভোটের ব্যবধানে।
-
কতটা সেবা দিতে পারছে বিআরটিসি?
-
আমাকে ‘বুড়া’ ডেকেছিল: ঢাবির পঞ্চাশোর্ধ ভর্তি পরীক্ষার্থী বেলায়েত
-
রায়ের পর নির্যাতিত সেই তরুণীকে ফেরত পাঠালো ভারত
-
জন্মদিনে শুভেচ্ছাসিক্ত রদওয়ান
-
ওয়াশিংটনে নানা বৈঠকে পররাষ্ট্রের সংসদীয় কমিটি
-
স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
-
সিলেটবাসী ভাসছে বন্যায়, পরিস্থিতির উন্নতির আভাস
-
বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা মেরামতে জোর শেখ হাসিনার
-
কতটা সেবা দিতে পারছে বিআরটিসি?
-
রায়ের পর বেঙ্গালুরুতে নির্যাতিত সেই তরুণীকে ফেরত পাঠালো ভারত
-
আমাকে ‘বুড়া’ ডেকেছিল: ঢাবির পঞ্চাশোর্ধ ভর্তি পরীক্ষার্থী বেলায়েত
-
মালদ্বীপে বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন বাংলাদেশিরা
-
ডিজিটাল নিরাপত্তা আইন: তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার না করার নির্দেশ
-
বেঙ্গালুরুতে তরুণীকে নির্যাতন: হৃদয় বাবুসহ ১১ বাংলাদেশি দণ্ডিত
সর্বাধিক পঠিত
- রিজার্ভ আবার ৪২ বিলিয়ন ডলার ছাড়াল
- কানের গালিচায় নগ্ন হয়ে প্রতিবাদ
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
- বেঙ্গালুরুতে তরুণীকে নির্যাতন: হৃদয় বাবুসহ ১১ বাংলাদেশি দণ্ডিত
- বিদ্যুতের তার ছিঁড়ে ভ্যানে, প্রাণ গেল ২ জনের
- ‘ব্রাজিলের বিশ্বকাপ না জেতাটা হবে ব্যর্থতা’
- অবশিষ্ট যোদ্ধাদের আত্মসমর্পণ, শেষ হল ইস্পাত কারখানার অবরোধ
- শেষ হচ্ছে দি মারিয়ার পিএসজি অধ্যায়
- রিয়ালে যাচ্ছেন না এমবাপে, থাকছেন পিএসজিতেই!